নরেন্দ্র মোদী চান মণিপুর জ্বলুক! তোপ দাগলেন রাহুল

নরেন্দ্র মোদী চান মণিপুর জ্বলুক! তোপ দাগলেন রাহুল

নয়াদিল্লি: মে মাস থেকে উত্তেজনা চলার পর এতদিনেও মণিপুর ইস্যুতে সেইভাবে মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু গতকাল সংসদে মণিপুর নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। মোদী জানান, কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মণিপুরে শান্তি ফেরাতে চেষ্টা করছে। কিন্তু এই কথা মানছেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী চান না মণিপুর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। তাই সেভাবে কোনও পদক্ষেপ নিচ্ছেন না তিনি। বরং তিনি চাইছেন মণিপুর জ্বলুক। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গও টেনেছেন তিনি। 

মণিপুর পরিস্থিতি নিয়ে অনেক আগে থেকেই সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস দল তথা রাহুল গান্ধীকে। তিনি উত্তর-পূর্বের রাজ্যেও গিয়েছিলেন সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে। কিন্তু এতদিনেও পরিস্থিতি বাগে আনতে পারেনি কেন্দ্রীয় বা রাজ্য সরকার। এই নিয়ে আজ সাংবাদিক বৈঠক করে ফের সরব হলেন রাহুল। সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগে তিনি বললেন, ভারতীয় সেনা ২ দিনের মধ্যে হিংসাত্মক পরিস্থিতি স্বাভাবিক করতে পারে মণিপুরের। কিন্তু  প্রধানমন্ত্রী চান মণিপুর জ্বলুক। মণিপুরে শান্তি ফিরুক তা তিনি চান না। সেই কারণে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। 

এদিকে মণিপুর ইস্যুতে গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ, রাজ্যের অবস্থা সম্পর্কে সকলে ওয়াকিবহাল। মণিপুর এখন আর এক রাজ্য নেই। দুই রাজ্যে ভাগ হয়ে গিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মজা, হাসাহাসি করছিলেন সংসদে। দেশে কী হচ্ছে ওনার খেয়াল নেই হয়তো। রাহুলের কথায়, তিনি ১৯ বছর ধরে রাজনীতি করছেন। মণিপুরে যা দেখলেন ও শুনলেন তা আগে দেখেননি বা শোনেননি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 18 =