মৃতের সংখ্যা বেড়ে ৮০০০, কোনও হিসাব নেই আহতের! ভূমিকম্পে বিপর্যস্ত দুই দেশের পাশে ভারত

মৃতের সংখ্যা বেড়ে ৮০০০, কোনও হিসাব নেই আহতের! ভূমিকম্পে বিপর্যস্ত দুই দেশের পাশে ভারত

আঙ্কারা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ ২,৭২৪ থেকে একলাফে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮০০০! তুরস্ক আর সিরিয়ায় মঙ্গলবারের ভূমিকম্পে এক দিনে মৃতের সংখ্যা  দ্বিগুণেরও বেশি হয়ে গেল। যদিও যে ভাবে তুরস্কের মাটি কেঁপে উঠেছে, তাতে এটা অপ্রত্যাশিত ছিল না৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এখানেই শেষ নয়। প্রাথমিক ভাবে যা অনুমান করা হয়েছিল, তার আট গুণ বাড়তে পারে মৃতের সংখ্যা। ভূমিকম্পে কতজন আহত হয়েছে, এখনও পর্যন্ত তার কোনও হিসেব নেই। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা-সহ প্রায় সমস্ত দেশই তুরস্ক-সিরিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। সাহায্যের হাত বাড়িয়েছে বন্ধু ভারতও৷

আরও পড়ুন- ধ্বংসস্তূপের তলা থেকে ভেসে এল ‘জন্মের কান্না’, উদ্ধার হল ‘মিরাকেল চাইল্ড’

আজই তুরস্কের আদানা শহরে পৌঁছেছে ভারতের পাঠানো প্রথম দফার ত্রাণ। সেই সঙ্গে পৌঁছে গিয়েছে ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, চিকিৎসা সামগ্রী, ড্রিলিং মেশিন ইত্যাদি। সিরিয়াতেও ত্রাণসাহায্য পাঠিয়েছে ভারত। সাহায্য পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘তুর্কি ও হিন্দি… দুই ভাষাতেই ‘দোস্ত’ শব্দটি ব্যবহৃত হয়। তুর্কিতে একটা কথা আছে: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।’’

গত কাল সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ প্রান্তে পরপর তিনটি ভূমিকম্প হয়৷ যা কার্যত এই অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮, ৭.৬ এবং ৬.০৷ আজ সকালে আরও একবার কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে তার কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এ ছাড়াও আরও একাধিক ছোটবড় ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে।