২০২০ সালের ছুটির তালিকা ঘোষণা নবান্নের

কলকাতা: মুখ্যমন্ত্রী ঘোষণার ৫ দিন পর অবশেষে সরকারি ভাবে রাজ্য কর্মচারীদের জন্য ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন৷ ২০২০ সালের ছুটির বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে৷ বিজ্ঞপ্তি দিয়ে ২০২০ সালের যে ছুটির ঘোষণা করা হয়েছে, তাতে তালিকা বেশ দীর্ঘ৷ আগামী বছর জানুয়ারিতে রয়েছে দুটি ছুটি৷ দু’টি ছুটি পড়েছে রবিবার৷ মার্চ মাসে একটি, এপ্রিল মাসে দু’টি

২০২০ সালের ছুটির তালিকা ঘোষণা নবান্নের

কলকাতা: মুখ্যমন্ত্রী ঘোষণার ৫ দিন পর অবশেষে সরকারি ভাবে রাজ্য কর্মচারীদের জন্য ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন৷ ২০২০ সালের ছুটির বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে৷

বিজ্ঞপ্তি দিয়ে ২০২০ সালের যে ছুটির ঘোষণা করা হয়েছে, তাতে তালিকা বেশ দীর্ঘ৷ আগামী বছর জানুয়ারিতে রয়েছে দুটি ছুটি৷ দু’টি ছুটি পড়েছে রবিবার৷ মার্চ মাসে একটি, এপ্রিল মাসে দু’টি ছুটির রয়েছে৷ মে মাসে চারটি ছুটি৷ আগস্টে দুটি, সেপ্টেম্বরে একটি, অক্টোবরে পাঁচটি ছুটি ঘোষণা করা হয়েছে৷ নভেম্বরে রয়েছে দুটি ছুটি৷ ডিসেম্বরে একটি৷ এছাড়াও জানুয়ারি মাসে দুটি ছুটি পড়ে গিয়েছে রবিবার৷ অক্টোবরে একটি ও আগস্টে একটি ছুটি রয়েছে রবিবার৷ তবে, শনিবার ও রবিবার মিলিয়ে সপ্তাহ শেষে লম্ব ছুটির সুযোগ পেতে চলেছে সরকারি কর্মচারীরা৷ দেখুন ছুটির তালিকা৷- www.wbfin.nic.in/writereaddata/5962-F(P2).pdf

২০২০ সালের ছুটির তালিকা ঘোষণা নবান্নের

আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পুজো৷ ৩১ জানুয়ারি শুক্রবার ছুটি৷ শনি-রবি মিলিয়ে টানা চারদিনের ছুটি পাওয়া যাবে৷ ৯ মার্চ সোমবার দোল৷ আগের শনি-রবি মিলিয়ে তিন দিনের ছুটি৷ পয়াল মে শুক্রবার৷ শনি-ববি মিলিয়ে তিন দিনের ছুটি৷ ৭ মে বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার ছুটি৷ পরদিন ৮ মে রবীন্দ্রজয়ন্তী শুক্রবার৷ ফের শনি-রবি মিলিয়ে ৪ দিনের ছুটি৷ মাস শেষে ২৫ মে সোমবার ইদ-উল-ফিতর৷ তার আগের শনি-রবিবার মিলিয়ে তিন দিনের ছুটি৷ ২ অক্টোবর শুক্রবার গান্ধী জয়ন্তী৷ পরের শনি-রবি মিলিয়ে তিন দিনের ছুটি৷

২০২০ সালের ছুটির তালিকা ঘোষণা নবান্নের

১৩ অক্টোবার তৃতীয়া থেকে পুজোর ছুটি চলবে ৩০ অক্টোবার পর্যন্ত৷ ১৪ নভেম্বরে কালী পুজো৷ ভাইফোঁটা ১৬ নভেম্বর ছুটি৷ ১৭ নভেম্বর অতিরিক্ত ছুটি৷ ছুট পুজোর আগে ও ছটের দিন ছুটি থাকবে ১৯, ২০ নভেম্বর৷ বৃহস্পতি আর শুক্রবার পার শনি-রবি মিলিয়ে চারদিনের ছুটি৷ ২৫ ডিসেম্বর শুক্রবার থাকায় তিন দিন ছুটি৷

২০২০ সালের ছুটির তালিকা ঘোষণা নবান্নের

দেখুন আরও কিছু ছুটির শর্ত-

২০২০ সালের ছুটির তালিকা ঘোষণা নবান্নের

এছাড়াও রয়েছে-

২০২০ সালের ছুটির তালিকা ঘোষণা নবান্নের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =