নয়াদিল্লি: ইন্টার্ন শিক্ষক নিয়োগ বিতর্কের মাঝে নয়া বিধি চালু করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলে এক মাসের বিশেষ প্রশিক্ষণ নিলেই হওয়া যাবে শিক্ষক!
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তরফে জানানো হয়েছে, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলে এবার এক মাসের বিশেষ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে৷ শিক্ষকদের মান বাড়াতে মাত্র একমাসের বিশেষ প্রশিক্ষণ নেওয়ার উদ্যোগ বলে জানা গিয়েছে৷
জানানো হয়েছে, নবাগত শিক্ষকদের বাধ্যতামূলক ভাবে নিতে হবে এই প্রশিক্ষণ৷ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের নিয়োগপত্র পাওয়ার ছ’মাসের মধ্যে বিশেষ ওই প্রশিক্ষণ নিতে হবে৷ নেট, সেট বা পিএইচডি থারলেও এই প্রশিক্ষণ নিতে হবে৷ অর্থৎ কষ্ট করে আর উচ্চ শিক্ষিত হওয়ার পরও নিতেই হবে এক মাসের প্রশিক্ষণ৷ আর এতেই বাড়বে শিক্ষাদানের মান৷
নয়া নিয়ম চালুর বিষয়ে শুক্রবার বণিক সভার এক অনুষ্ঠানে এসে ঘোষণা ইউজিসির ভাইস চেয়ারম্যান ভূষণ পটবর্ধনের৷ তাঁর এই ঘোষণা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষক মহলে৷