ইম্ফল: সপ্তাহ দুয়েক আগে শেষবার মণিপুর উত্তপ্ত হয়েছিল। মাঝে এতগুলি দিন কেটে গিয়েছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকেও দাবি করেছিলেন যে, মণিপুর শান্ত হচ্ছে। কিন্তু না। বেশিদিন সেই শান্তি থাকল না। কারণ আবার উত্তেজনা ছড়িয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। শুক্রবার সকালে সে রাজ্যের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গুলিও। জানা গিয়েছে, এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আবার এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের।
স্থানীয় সূত্রে খবর, যে তিনজনের মৃত্যু হয়েছে তারা বেশ কিছু সময় ধরে নিখোঁজ ছিল। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কুকি সংগঠনগুলির দাবি, মেইতেইরা খুন করেছে ওই তিনজনকে। স্বাভাবিকভাবেই তাই উত্তাপ আরও বহুগুণ বেড়ে গিয়েছে এই খুনের ঘটনার পর। এই প্রেক্ষিতে অশান্তি যাতে আরও না ছড়াতে পারে তার জন্য আপাতত রাজ্যে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। মূলত ওই গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে হিংসা ঠেকাতে। প্রসঙ্গত, গত ১৫ আগস্ট লালকেল্লায় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন, শান্তিপূর্ণভাবে মণিপুরের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এছাড়া মোদী আরও বলেন, সেখানে বর্তমানে শান্তি বজায় রয়েছে।
উল্লেখ্য, এর আগে ৪ আগস্ট রাজ্যের একাধিক এলাকায় সংঘর্ষ হয় এবং পুলিশ চৌকিতেও হামলা হয়। সমস্ত অস্ত্রভাণ্ডার লুট করে উত্তেজিত জনতা। এএফ রাইফেল, ইনসাস রাইফেলের পাশাপাশি লাইট মেশিন গান, পিস্তল-সহ বহু অস্ত্র লুট করা হয়। উন্মত্ত জনতাকে আটকাতে প্রায় ৩০০ রাউন্ড গুলি চালানো হলেও তাদের আটকানো সম্ভব হয়নি।