নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা ভোট আসতে মাত্র ৮-৯ মাস বাকি। তাই রাজনৈতিক দলগুলি নিজেদের প্রচারপর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোন বিষয়কে অপর পক্ষের জন্য হাতিয়ার করা হবে তাও প্রায় নির্ধারণ করা হয়েছে। আর এই ব্যাপারে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কারণ রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাশছোঁয়া দামের ইস্যুতে সাধারণ মানুষ ফুঁসছে। বিরোধীরা যে এই বিষয়টিকে হাতিয়ার করতে চলেছে তা প্রায় নিশ্চিত। তাই এখন থেকেই ব্যবস্থা নেওয়ার ভাবনায় কেন্দ্র।
সূত্রের খবর, রান্নার গ্যাসের সিলিন্ডার এবং পেট্রল-ডিজেলের দাম কমাতে আপাতত উদ্যোগী হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব তাড়াতাড়ি। গ্যাস সিলিন্ডারের যা দাম হয়েছে বর্তমানে তাতে সাধারণ মানুষ চিন্তিত। আসন্ন ভোটের কথা মাথায় রেখে তাই এই ইস্যু নিয়ে ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তা-ই নয়, পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের পথে হাঁটা হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। বিগত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম হাজার টাকার ওপর। স্বাভাবিকভাবে এই দাম নিয়ে বিচলিত জন সাধারণ। কবে দাম কমবে বা আদতে কমবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আসন্ন ভোটের আগে দাম কমার একটা ইঙ্গিত মিলছে।
রাজস্থানে কংগ্রেস সরকার ৫০০ টাকা দামে গ্যাসের সিলিন্ডার দিচ্ছে। এছাড়া মধ্যপ্রদেশেও কংগ্রেস ক্ষমতায় এলে, ওই একই দামে সিলিন্ডার মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাই একাধিক রাজ্যে যাতে এই নিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ না তৈরি হয়, তাই গ্যাসের দাম কমানোর ভাবনা নিয়েছে কেন্দ্র।