শিক্ষকদের পায়ের শব্দে আজ কাঁপবে বিকাশ ভবন, জারি বিদ্রোহ

কলকাতা: হাইকোর্টের দু’টি বেঞ্চে জয়ের পর অবশেষে বিকাশ ভবন অভিযানে পা বাড়াল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ সম কাজে সম বেতন ও স্থানীয়করণের দাবিতে আজ থেকে বিকাশভবন চত্বরে শুরু পার্শ্ব শিক্ষকদের লাগাতার অবস্থান বিক্ষোভ৷ বেতন কাঠামো ও স্থায়ীকরন সহ বেশকিছু দাবি নিয়ে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের৷ এর আগেও বিকাশভবন চত্বরে তাদের অবস্থান বিক্ষোভের আবেদনে অনুমতি মেলেনি৷

শিক্ষকদের পায়ের শব্দে আজ কাঁপবে বিকাশ ভবন, জারি বিদ্রোহ

কলকাতা: হাইকোর্টের দু’টি বেঞ্চে জয়ের পর অবশেষে বিকাশ ভবন অভিযানে পা বাড়াল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ সম কাজে সম বেতন ও স্থানীয়করণের দাবিতে আজ থেকে বিকাশভবন চত্বরে শুরু পার্শ্ব শিক্ষকদের লাগাতার অবস্থান বিক্ষোভ৷ বেতন কাঠামো ও স্থায়ীকরন সহ বেশকিছু দাবি নিয়ে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের৷

এর আগেও বিকাশভবন চত্বরে তাদের অবস্থান বিক্ষোভের আবেদনে অনুমতি মেলেনি৷ এরপর গত ৩০ অক্টোবর এনিয়ে হাইকোর্টে আবেদন জানায় তারা৷ শুধু বেতন বৃদ্ধি নয়, ছুটি নিয়েও দাবি রয়েছে তাঁদের৷ পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের দাবি, সিএল, পিএল-সহ মাতৃকালীন ছুটিতেও বৈষম্য রয়েছে৷

পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের অভিযোগ, ক্ষমতায় আসার আগে বর্তমান তৃণমূল সরকার বলেছিল, ক্ষমতায় আসলে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী করা হবে৷ কিন্তু সরকারে আসার পর এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেননি সরকার৷ গত ১৬ আগস্ট বিকাশ ভবনে অভিযান করে পার্শ্ব শিক্ষকরা৷ সেখানে তাদের ওপর পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে৷ এরপর দিনই অর্থাৎ ১৭আগস্ট কল্যাণীতে মেন স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসে তাঁরা অবস্থানে বসেন৷ সেখানে আন্দোলনকারীদের হটাতে বেধড়ক লাঠি চালায় পুলিশ৷ পুলিশি তাণ্ডবের প্রতিবাদে রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে৷

ওই ঘটনার প্রতিবাদ-সহ বেতন কাঠামো ও স্থায়ীকরনের দাবিতে আজ বিকাশ ভবন অভিযান পার্শ্ব শিক্ষকদের৷ বিকাশ ভবন অভিযানের জন্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে পুলিশের অনুমতি চাওয়া হলেও তা না মেলায় বিষয়টি গড়ায় আদালতে৷ হাইকোর্ট ধর্নায় অনুমতি দেওয়ায় পাল্টা মামলা দায়ের করে রাজ্য৷ সেখানেও জয়ী হন পার্শ্ব শিক্ষকরা৷ আদালতে জোড়া জয়ের উপর ভিত্তি করে আজ লাগাতার ধর্না কর্মসূচিতে নামছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + fourteen =