চাকরি প্রার্থীদের জন্য সুখবর, নয়া নির্দেশিকা PSC-র

কলকাতা: জাতীয় কিংবা আন্তর্জাতিকস্তরে ক্রীড়াবিদদের সরকারি চাকরিতে বিশেষ সুযোগ দিতে চলেছেপাবলিক সার্ভিস কমিশন৷ নয়া নির্দেশিকা জারি করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের গ্রুপ-ডি পদমর্যাদার চাকরিতে সফল ক্রীড়াবিদদের বাড়তি সুযোগ দিতে স্পষ্ট নির্দেশিকা জারি হয়েছে৷ পিএসসির তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সফল ক্রীড়াবিদদের সরকারি চাকরিতে অংশগ্রহণ বাড়াতে লিখিত পরীক্ষায় বিশেষ সংরক্ষণ রাখা হবে৷ এক্ষেত্রে

624069cebf1f23b9fbb01e45bc9a8f9b

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, নয়া নির্দেশিকা PSC-র

কলকাতা: জাতীয় কিংবা আন্তর্জাতিকস্তরে ক্রীড়াবিদদের সরকারি চাকরিতে বিশেষ সুযোগ দিতে চলেছেপাবলিক সার্ভিস কমিশন৷ নয়া নির্দেশিকা জারি করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের গ্রুপ-ডি পদমর্যাদার চাকরিতে সফল ক্রীড়াবিদদের বাড়তি সুযোগ দিতে স্পষ্ট নির্দেশিকা জারি হয়েছে৷

পিএসসির তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সফল ক্রীড়াবিদদের সরকারি চাকরিতে অংশগ্রহণ বাড়াতে লিখিত পরীক্ষায় বিশেষ সংরক্ষণ রাখা হবে৷ এক্ষেত্রে সুনির্দিষ্ট খেলার বিবরণের মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে৷ সেই তালিকায় রাখা হয়েছে ১৯টি খেলা৷ (দেখুন বিজ্ঞপ্তি-http://pscwbapplication.in/pdf19/PUBLIC%20SERVICE%20COMMISSION%2C%20WEST%20BENGAL_ADDUM.pdf)

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, নয়া নির্দেশিকা PSC-র

জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের সফল প্রতিযোগীদের পাশাপাশি সংরক্ষণের সুযোগ পাবেন আন্তঃ বিশ্ববিদ্যালয় স্তরে সফল ক্রীড়াবিদরা৷ সফল হলেই ডব্লুবিসিএস পরীক্ষার গ্রুপ-ডি চাকরিতে সংরক্ষণ পারেন তাঁরা৷ আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়দের জাতীয় সংস্থার সচিবের শংসাপত্র থাকলে মিলবে চাকরিতে সংরক্ষণের সুবিধা৷ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া অধিকর্তার শংসাপত্র থাকতে হবে৷ ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পাওয়ার পর গ্রুপ-ডি পরীক্ষার ক্ষেত্রে বাড়তি সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *