জব পোর্টাল থেকে সাবধান! গায়েব হচ্ছে ব্যাংকের টাকা

হাওড়া: বেসরকারি জব পোর্টাল থেকে সাবধান! ১০ টাকার বিনিময়ে জব পোর্টালে রেজিস্ট্রেশন করানো নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ১০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট৷ কষ্টে জমানো সঞ্চয় হারিয়ে পথে বসেছেন হওড়ার মাকালতলার সিন্দা মলিন দাস৷ জানা গিয়েছে, মলিন পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার৷ দেরাদুনে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি৷ কিন্তু, সম্প্রতি সংস্থা পরিবর্তন করতে চেয়ে একটি জব

09a85061d5c2bf0ceb5f8f090b6ca3c7

জব পোর্টাল থেকে সাবধান! গায়েব হচ্ছে ব্যাংকের টাকা

হাওড়া: বেসরকারি জব পোর্টাল থেকে সাবধান! ১০ টাকার বিনিময়ে জব পোর্টালে রেজিস্ট্রেশন করানো নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ১০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট৷ কষ্টে জমানো সঞ্চয় হারিয়ে পথে বসেছেন হওড়ার মাকালতলার সিন্দা মলিন দাস৷

জানা গিয়েছে, মলিন পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার৷ দেরাদুনে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি৷ কিন্তু, সম্প্রতি সংস্থা পরিবর্তন করতে চেয়ে একটি জব পোর্টালে নাম লেখান৷ সেইমতো ওই সংস্থা তাঁকে প্রাথমিক ভাবে ১০ টাকার বিনিময়ে অনলাইন রেজিস্ট্রেশন করার নির্দেশ দেয়৷ সংস্থার নির্দেশ মতো তিনি ১০ টাকা অনলাইনে রেজিস্ট্রেশন করান৷

অনলাইনে পেমেন্ট করতে গিয়ে তিনি তাঁর ব্যাংকের তথ্য সেখানে দিয়ে দেন৷ এরপরই দেখা যায়, দুর্গাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট প্রিমেচিউর করিয়ে তুলে নেওয়া হয়েছে৷ বিষয়টি জানতে পেরে কার্যত পথে বসে পড়েন কম্পিউটার ইঞ্জিনিয়ার মলিন দাস৷ তড়িঘড়ি বালি থানার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনও মেলেনি খোয়া যাওয়া টাকা৷ অধরা অভিযুক্তরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *