উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে SSC-কে নোটিস পাঠাল হাইকোর্ট

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ কেন্দ্র করে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েছে স্কুল সার্ভিস কমিশন৷ মেধাতালিকায় অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এবার সেই বিতর্ক মিটতে না মিটতেই নতুন করে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন৷ আদালত সূত্রে খবর, আদালতের নির্দেশ না মানায় দায়ে এবার এসএসসির চেয়ারম্যান-সহ সেক্রেটারিকে অবমাননার নোটিস হাইকোর্টের৷ অভিযোগ, হাইকোর্টের বিচারপতি শেখ ববি শরাফের নির্দেশ পালন করা হয়নি৷

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে SSC-কে নোটিস পাঠাল হাইকোর্ট

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ কেন্দ্র করে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েছে স্কুল সার্ভিস কমিশন৷ মেধাতালিকায় অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এবার সেই বিতর্ক মিটতে না মিটতেই নতুন করে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন৷

আদালত সূত্রে খবর, আদালতের নির্দেশ না মানায় দায়ে এবার এসএসসির চেয়ারম্যান-সহ সেক্রেটারিকে অবমাননার নোটিস হাইকোর্টের৷ অভিযোগ, হাইকোর্টের বিচারপতি শেখ ববি শরাফের নির্দেশ পালন করা হয়নি৷ গত বছরের জানুয়ারির মধ্যে উচ্চ প্রাথমিকের ১১ জন প্রার্থীর নথিপত্র যাচাইয়ে নির্দেশ দেয় হাইকোর্ট৷

অভিযোগ, এর পরও মামলাকারী ১১ চাকরিপ্রার্থীকে ডাকা হয়নি৷ আদালতের নির্দেশ মেনে কেন তাঁদের ডাকা হয়নি? তা জানতে আদালত অবমাননার মামলা দায়ের করছেন চাকরিপ্রার্থীরা৷ ওই মামলার শুনানিতে এসএসসিকে নোটিস পাঠানোর নির্দেশ দেন বিচারপতি শরাফ৷

মামলাকারীদের অভিযোগ, ২০১২ সালে উচ্চ প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন৷ ২০১৩ সালে নেওয়া হয় পরীক্ষা৷ ২০১৫ সালে এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানিয়ে দেয়, যেহেতু ২০১২ সালের বিজ্ঞপ্তিতে নিয়োগ হয়নি, ফলে ওই সময় যাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন তাঁরা পরবর্তী নিয়োগের ‘ভেরিফিকেশনে’র জন্য ডাকা হবে৷

অভিযোগ, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ৪০ বছর বয়সের বেশি কোনও প্রার্থীকে ভেরিফিকেশনে ডাকা হবে না৷ আর তাতেই সমস্যায় পড়েন বহু পরীক্ষার্থী৷ ওই নির্দেশ অনুযায়ী ৮ জুন ২০১৮ সালে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হয়৷ ৪০ বছর পেরিয়ে যাওয়ায় মেধা তালিকা থেকে বাদ পড়েন ১১ প্রার্থী৷ এর পরই তাঁরা হাইকোর্টে মামলা দায়ের করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *