রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল নবান্ন৷ জারি নয়া বিজ্ঞপ্তি৷ রাজ্যের কয়েক হাজার সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে পুরানো পদ্ধতিতে চালু থাকা হাতে লেখা সার্ভিস বুকেরের বড়সড় পরিবর্তন আনার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন৷ গত ৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, এখন থেকে হাতে লেখা সার্ভিস বুকের বদলে অনলাইন সার্ভিস বুক

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল নবান্ন৷ জারি নয়া বিজ্ঞপ্তি৷ রাজ্যের কয়েক হাজার সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে পুরানো পদ্ধতিতে চালু থাকা হাতে লেখা সার্ভিস বুকেরের বড়সড় পরিবর্তন আনার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন৷

গত ৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, এখন থেকে হাতে লেখা সার্ভিস বুকের বদলে অনলাইন সার্ভিস বুক চালু হবে৷ কেননা, হাতে লেখা সার্ভিস বুকের কারণে অনেক সময় নানান সমস্যায় পড়তে হত কর্মচারীদের৷ প্রয়োজনীয় তথ্যও ঠিক সময়ে অন্তর্ভুক্ত হত না৷ (দেখুন বিজ্ঞপ্তি-www.wbfin.nic.in/writereaddata/6000%20F(Y).pdf)

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

ফলে, কর্মচারীদের সার্ভিস বুক কার্যত অসম্পূর্ণ থেকেই যেতে৷ তথ্যগত ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে দেখা দিত নানান জটিলতা৷ এমনকী সময় সার্ভিস বুক হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটনার আশঙ্কা থেকে যেত৷ তাতে ক্ষতিগ্রস্ত হতেন কর্মীরা৷ কেননা, ওই সার্ভিস বুকে কর্মচারীর কাজে যোগ থেকে পদোন্নতি এমনকি বেতনবৃদ্ধি-সহ ছুটির বিবরণের গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকত৷

কিন্তু, কর্মচারীদের এই ঝনঝাট এড়াতে এবার উদ্যোগ নিল অর্থ দপ্তর৷ নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সার্ভিস বুকে সমস্যা থাকার কারণে কর্মচারীরা প্রাপ্য সুযোগ-সুবিধা পেতে সমস্যায় পড়ছিলেন৷ অহেতুক বিলম্ব হচ্ছিল আগের পদ্ধতিতে৷ এবার এই ধরনের সমস্যা মেটাতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুখবর দিয়ে ই-সার্ভিস বুক চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ ফলে, নির্দিষ্ট তারিখের পর সার্ভিস বুক লিখিয়ে আনতে হবে না কর্মচারীদের৷ তথ্য আপডেট হয়ে যাবে অনলাইনেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =