বাংলায় কর্মসংস্থান বাড়াতে আরও একধাপ নবান্নের

কলকাতা: আর মাত্র কয়েকটা মাস৷ তারপর শুরু হয়ে যাবে বাংলা ভোটের পর্ব৷ ফলে, হাতে যে খুব বেশি সময় আছে তা মনে করছে না শাসক তৃণমূল৷ ২০২১ নির্বাচনকে পাখির চক্করে এবার বাজেট প্রস্তুতি শুরু করল নবান্ন৷ কর্মসংস্থান ও উন্নয়ন লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত রাজ্য সরকারের৷ এবার মূলত কর্মসংস্থান ও উন্নয়ন, এই দুটি বিষয়ের উপর কিন্তু

বাংলায় কর্মসংস্থান বাড়াতে আরও একধাপ নবান্নের

কলকাতা: আর মাত্র কয়েকটা মাস৷ তারপর শুরু হয়ে যাবে বাংলা ভোটের পর্ব৷ ফলে, হাতে যে খুব বেশি সময় আছে তা মনে করছে না শাসক তৃণমূল৷ ২০২১ নির্বাচনকে পাখির চক্করে এবার বাজেট প্রস্তুতি শুরু করল নবান্ন৷ কর্মসংস্থান ও উন্নয়ন লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত রাজ্য সরকারের৷

এবার মূলত কর্মসংস্থান ও উন্নয়ন, এই দুটি বিষয়ের উপর কিন্তু জোর দিচ্ছে সরকার৷ কারণ একদিকে কর্মসংস্থান অন্যদিকে উন্নয়নের সামনে রেখেই বাজেট তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে৷ ২০২০-২১ সালের বাজেটে চূড়ান্ত করতে ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য৷

বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে, আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব প্রস্তাব আজ অর্থাৎ ১৫ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে৷ সেই প্রস্তাবে কর্মসংস্থান সংক্রান্ত প্রতিটি দপ্তরকে আলাদাভাবে উল্লেখ করতে বলা হয়েছে৷ কোন কোন ক্ষেত্রে কোন কোন দপ্তর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেছে, কোন কোন ক্ষেত্রে নতুন উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে, তা বাজেট প্রস্তাবের উল্লেখ করতেও নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই মর্মে দপ্তরগুলিও তাদের প্রস্তাব পাঠাতে শুরু করেছে৷ তারপর ওই প্রস্তাব খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হবে৷

জানা গিয়েছে, জানুয়ারির মধ্যে অর্থ দপ্তর তাদের পূর্ণাঙ্গ বাজেট চূড়ান্ত করতে চলেছে৷ দপ্তরের পাঠানো প্রস্তাব দেখে অর্থ দপ্তরের রূপরেখা তৈরি করবে৷ কারণ এবারের বাজেটে কংর্মসংস্থান বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে কর্মসংস্থান ও উন্নয়নে৷ জানা গিয়েছে, গত বছরের বাজেট প্রস্তাব নভেম্বর মাসের মধ্যেই কোন দপ্তর কত টাকা খরচ করেছে, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − four =