isro
নয়াদিল্লি: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার পর ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞানকে নিজের ভিতর থেকে মাটিতে নামিয়ে দিয়েছে। শুক্রবার সেই অবতরণের ভিডিও প্রকাশ করেছে ইসরো। এটাই চাঁদের দক্ষিণ মেরু থেকে পাওয়া প্রথম কোনও ভিডিও। কিন্তু প্রজ্ঞান নামার পর কোন কাজ করছে? এতক্ষণ কী কী তথ্য মিলল? তার কিছু আপডেট দিয়েছে ইসরো।
ভারতের মহাকাশ সংস্থা থেকে জানানো হয়েছে, চাঁদের মাটিতে নামার পর এতক্ষণে প্রায় ৮ মিটার এগিয়ে গিয়েছে প্রজ্ঞান। অল্প কিছু সময়ের মধ্যে আরও দূরত্ব অতিক্রম করে ফেলবে সে। ইতিমধ্যেই তার পে-লোড ‘এলআইবিএস’ এবং ‘এপিএক্সএস’ চালু করে দেওয়া হয়েছে। প্রজ্ঞান শুধু যে এগোচ্ছে তা নয়, চাঁদের মাটির বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করছে। তার অন্যতম মূল কাজ, চাঁদের মাটির রাসায়নিক গঠন এবং মাটির নীচে লুকিয়ে থাকা খনিজ ভান্ডারের সন্ধান করা, তথ্য দেওয়া। পৃথিবীর সময় অনুযায়ী আগামী ১৪ দিন সেখানে দিনের আলো থাকবে। এই সময়ের মধ্যে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে রোভার তথ্য সংগ্রহ করবে। বিক্রম সেই তথ্য ইসরোর কাছে পাঠাবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ‘এলআইবিএস’ বা ‘লেসার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ’ চাঁদের মাটি এবং শিলার মৌলিক গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। অর্থাৎ কোন কোন রাসায়নিক কী রূপে মিশে রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। আর ‘এপিএক্সএস’ বা ‘আলফা পার্টিকল এক্স-রে স্পেকট্রোমিটার’ চাঁদের মাটির রাসায়নিক গঠন নিয়ে কাজ শুরু করেছে।