চন্দ্রযান-৩ অবতরণস্থলের নামকরণ করলেন মোদী, বিজ্ঞানীদের পরিশ্রমকে কুর্নিশ

চন্দ্রযান-৩ অবতরণস্থলের নামকরণ করলেন মোদী, বিজ্ঞানীদের পরিশ্রমকে কুর্নিশ

pm modi

বেঙ্গালুরু: বুধবার বিশ্ব মঞ্চে ইতিহাস সৃষ্টি করে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে অবতরণ করেছে। ইসরোর এই সাফল্যে গোটা দেশ উচ্ছ্বসিত এবং গর্বিত। অবতরণকালে দেশে না থাকতে পারলেও বিদেশের মাটি থেকে ভার্চুয়ালি এই ইতিহাসের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শনিবার দেশে ফিরে তিনি প্রথমেই ইসরো অফিসে যান বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে চাঁদের অবতরণস্থলের নামকরণ করেছেন মোদী। 

‘শিবশক্তি’। হ্যাঁ, এখন থেকে চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম এটাই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে ইসরো পৌঁছে এমনটাই জানিয়েছেন। ইসরো যখন চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করাল তখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমেই তিনি সেই অবতরণের সাক্ষী থাকেন, পরে ভাষণ দেন। তবে দক্ষিণ আফ্রিকার পর গ্রীস সফর সেরে শনিবার দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই এই ঘোষণা। একই সঙ্গে, ইসরো বিজ্ঞানীদের সাধুবাদ জানান তিনি। মোদীর মুখে শোনা যায় ‘জয় বিজ্ঞান’, ‘জয় অনুসন্ধান’ স্লোগান।

এদিন সকালে ভারতের এই ইতিহাস সৃষ্টি নিয়ে টুইটও করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ”ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ, যাঁরা দেশকে গর্বিত করেছে। মহাকাশ গবেষণায় তাদের কাজ দেশকে দারুণ সাফল্য এনে দিয়েছে।” প্রসঙ্গত, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে বিক্রম ল্যান্ডার অবতরণ করেছে চাঁদের মাটিতে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =