সুখবর! শিক্ষক বদলি প্রক্রিয়ায় বড় ঘোষণা SSC-র

কলকাতা: এক বছরেরও বেশি সময় বন্ধ শিক্ষকদের পারস্পরিক বদলি৷ আবেদন নেওয়া হলেও তা কার্যকর হয়নি৷ সাধারণ বদলি বন্ধ ২০১৫ থেকে৷ আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায়৷ অবশেষে সেই সমস্যার সুরাহা হতে চলেছেন শিক্ষকরা৷ এর আগে গত ৩০ মে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে বদলির প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস

সুখবর! শিক্ষক বদলি প্রক্রিয়ায় বড় ঘোষণা SSC-র

কলকাতা: এক বছরেরও বেশি সময় বন্ধ শিক্ষকদের পারস্পরিক বদলি৷ আবেদন নেওয়া হলেও তা কার্যকর হয়নি৷ সাধারণ বদলি বন্ধ ২০১৫ থেকে৷ আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায়৷ অবশেষে সেই সমস্যার সুরাহা হতে চলেছেন শিক্ষকরা৷

এর আগে গত ৩০ মে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে বদলির প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন৷ ওই সময় মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন গ্রহণের পর এবার কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন৷ মর্মে একটি বিবৃতিও প্রকাশ করেছে কমিশন৷

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার আজ বিকেল ডট কমকে জানিয়েছেন, ওয়েবসাইটে একটি বিবৃতি দেওয়া হয়েছে৷ আগামী সপ্তাহের শুক্রবার থেকে ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত মিউচুয়াল ট্রান্সফারে জন্য আবেদন করা শিক্ষকদের চিঠি পাঠানো হবে৷ এর মাঝে দু’দিন শনি ও রবিবার ছুটির দিন কোনও কাজ হবে না৷ কখন কাকে ডাকা হবে, চিঠি পাঠিয়ে তা জানিয়ে দেওয়া হবে৷ কমিশনের ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে৷

এর আগে জেনারেল ট্রান্সফার বা সাধারণ বদলি ছাড়া পারস্পরিক বদলি ও বিশেষ কারণে বদলি প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ গত ৩০ মে তুলে নেওয়া হয়৷ পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়ারও কাজ শুরু করে কমিশন৷ সেই সেই আবেদনের ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে পারস্পরিক বদলির পদ্ধতিতে হাত লাগাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷

কিন্তু কেন এই সিদ্ধান্ত? পর্যবেক্ষক মহলের মতে, ইতিমধ্যেই স্টাফ প্যাটার্ন দাখিল করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর৷ এই নিয়ে শিক্ষক মহলে তীব্র বিভ্রান্তি ছড়িয়েছে৷ ফলে মিউচুয়াল ট্রান্সফার প্রথা কার্যকর করে স্টাফ প্যাটার্নের প্রক্রিয়া আরও গতি বাড়াতে চাইছে দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =