মৃত্যু, ব্রেন স্ট্রোক, শিক্ষক অনশন! উত্তাল লোকসভা

নয়াদিল্লি ও কলকাতা: মৃত্যু, ব্রেন স্ট্রোক, অনশন! পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এবার লোকসভায় সবর বঙ্গ বিজেপি৷ লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়দের জোরালো সওয়ালে উত্তাল লোকসভায়৷ হট্টগোল তৃণমূল সাংসদের৷ কোনোক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অধ্যক্ষের৷ বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সুকান্ত মজুমদারের পর এবার আজ বাংলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের বর্তমান পরিস্থিতি লোকসভায় তুলে ধরলেন হুগলির সাংসদ

মৃত্যু, ব্রেন স্ট্রোক, শিক্ষক অনশন! উত্তাল লোকসভা

নয়াদিল্লি ও কলকাতা: মৃত্যু, ব্রেন স্ট্রোক, অনশন! পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এবার লোকসভায় সবর বঙ্গ বিজেপি৷ লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়দের জোরালো সওয়ালে উত্তাল লোকসভায়৷ হট্টগোল তৃণমূল সাংসদের৷ কোনোক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অধ্যক্ষের৷

বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সুকান্ত মজুমদারের পর এবার আজ বাংলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের বর্তমান পরিস্থিতি লোকসভায় তুলে ধরলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ রাজ্য সরকারের উদাসীনতার কারণে বাংলার শিক্ষকদের আজ অনশন করতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিজেপির সাংসদরা৷ একই সঙ্গে শিক্ষক ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়া পার্শ্ব শিক্ষকের মৃত্যুর প্রসঙ্গ তুলে একযোগে আক্রমণ করেন লকেট-বাবুল৷ পাল্টা বাধা দেয় তৃণমূল৷ শুরু হয় হট্টগোল৷

বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, অনশনের কারণে পার্শ্ব শিক্ষকের মৃত্যুর অভিযোগ অসত্য৷ মুখ্যমন্ত্রী শিক্ষকদের জন্য মানবিক৷ টাকা না থাকলেও কিছু দিন আগেই তাঁদের বেতন বাড়ানো হয়েছে৷ বিজেপি এই নিয়ে রাজনীতি করছে৷

বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের অনশন থেকে শুরু করে বাংলার শিক্ষার বরাদ্দ টাকা ‘পিসি ভাইপোর কোম্পানি’ লুটে নিচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ আজ ফের পার্শ্ব শিক্ষকের মৃত্যুর অভিযোগ তুলে সরব হন বিজেপির সাংসদরা৷

অন্যদিকে বড়সড় অঘটন ঘটেছে পার্শ্ব শিক্ষকদের অনশন মঞ্চে৷ অনশনরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত তাপস বর নামের এক শিক্ষক৷ এনআরএসে ভর্তি৷ ধর্না মঞ্চে ৮ দিন কাটিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের পার্শ্ব শিক্ষিকার৷ এসআই অফিস থেকে ফেরার পথে সাইকেল থেকে পড়ে মৃত্যু হয়েছে বলেও পুলিশ দাবি করলেও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে জানানো হয়েছে, রেবতী রাউত নামে শিক্ষিক্ষা ধর্নায় থেকে অসুস্থ হয়ে পড়ায় তাঁর মৃত্যু হয়েছে৷

শিক্ষক সংগঠনের দাবি, রেবতী রাউতের মৃত্যু ও তাপস বরের ব্রেন স্ট্রোক ছাড়াও টানা অনশন চালিয়ে গুরুতর অসুস্থ ছ’শিক্ষক৷ এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে শিক্ষক মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *