হাতে আরমাত্র কয়েক ঘণ্টা, শুরু আদিত্য এল-১-এর কাউন্টডাউন, কখন ও কোথায় লাইভ দেখা যাবে?

হাতে আরমাত্র কয়েক ঘণ্টা, শুরু আদিত্য এল-১-এর কাউন্টডাউন, কখন ও কোথায় লাইভ দেখা যাবে?

 নয়াদিল্লি:  চাঁদের পর সূর্য৷ চন্দ্রজয়ের পর সূয্যিমামার দেশে পাড়ি দিতে চলেছে ইসরোর সৌরযান আদিত্য- এল-১৷ শুরু হয়ে গেল তারই কাউন্টডাউন। আগামিকাল অর্থাৎ ২ সেপ্টেম্বর সকাল ১১ টা বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে ভারতের তৈরি প্রথম সৌরযান। সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতে আসরে নামবে আদিত্য-এল-১৷ চন্দ্রযানের মতো বাড়ি বা অফিসে বসেই আপনি চাক্ষুস করতে পারবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে৷ তেমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করাই হবে এই উপগ্রহের কাজ৷ প্রায় ১৫ লক্ষ কিলোমিটার পথ ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সে। লক্ষে পৌঁছতে সময় লাগবে প্রায় ১২৫ দিন।  

কখন আদিত্য-এল১ মিশনের সরাসরি সম্প্রচার দেখা যাবে?

ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১১ টা ২০ মিনিট থেকেই আদিত্য-এল১ মিশনের সম্প্রচার শুরু হয়ে যাবে। আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার দেখা যাবে ইসরোর ইউটিউব পেজ: https://www.youtube.com/watch?v=_IcgGYZTXQw-এ৷ এছাড়াও দেখা যাবে-ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট: isro.gov.in, ইসরোর ফেসবুক পেজ: www.facebook.com/ISRO এবং ডিডি ন্যাশনাল টিভিতে৷ 
 

এদিকে, আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সাফল্য কামনায় ইসরোর বিজ্ঞানীরা শুক্রবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার সুল্লুরপেটার শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে পুজো দেন৷ এসেছিলেন ইসরোর চেয়ারম্যানও। মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ মন্দিরে আসেন তিনি। ভারতের প্রথম সূর্যযান আদিত্য-এল১ মিশনের র সাফল্য কামনায় পুজো দিয়ে প্রার্থনা জানান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *