কর্মসংস্থান বাড়াতে সাইকেল সারাইয়ের দোকান খোলার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাংলার কর্মসংস্থান বাড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বুলবুল প্রভাবিত মানুষের স্বার্থে ত্রাণ সামগ্রী যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী কর্মসংস্থান বাড়াতে সাইকেল সারাইয়ের দোকান খোলার পরামর্শ দিয়েছেন৷ যাতে সবুজসাথী’র সাইকল সারাতে যাতে কোনও সমস্যা না হয়, আর কর্মসংস্থানও বাড়ে৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘আমরা এখানে এক কোটি সাইকেল

কর্মসংস্থান বাড়াতে সাইকেল সারাইয়ের দোকান খোলার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাংলার কর্মসংস্থান বাড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বুলবুল প্রভাবিত মানুষের স্বার্থে ত্রাণ সামগ্রী যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী কর্মসংস্থান বাড়াতে সাইকেল সারাইয়ের দোকান খোলার পরামর্শ দিয়েছেন৷ যাতে সবুজসাথী’র সাইকল সারাতে যাতে কোনও সমস্যা না হয়, আর কর্মসংস্থানও বাড়ে৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘আমরা এখানে এক কোটি সাইকেল দিয়েছি৷ কিন্তু আমার এখানে সাইকেল তৈরির কারখানায় নেই৷ সাইকেল কারখানা একটা ছিল৷ সেটা উঠে গিয়েছে৷ সাইকেল কারখানা নতুন করে তৈরি করতে হবে৷ যদি কেউ তৈরি করতে চাই, তাহলে আমাদের জমি আছে৷ অসুবিধা নেই৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্কিল ডিপার্টমেন্টকে বলা হয়েছে, ১ কোটি সাইকেল যদি আমরা দিই, তাহলে রিপেয়ারিংয়ের তো ব্যবস্থা করতে হবে৷ একটা সাইকেল যে পেল, তার সাইকেলটা খারাপ হলে রিপেয়ারিংয়ের দোকান না থাকলে সে সারাবে কোথায়? সুতরাং এর জন্য স্কিল ডিপার্টমেন্ট থেকে ট্রেনিং দেবে৷ দোকান তৈরি করুক৷ দরকার হলে আমরা হেল্প করে দেব৷ তাতে বেকার ছেলে-মেয়েরা অনেকে কাজ পাবে৷’’

বলেন, ‘‘যেহেতু আমরা সাইকেলটা প্রতিবছরই দিচ্ছি, সুতরাং সাইকেলটা যারা সবুজসাথী মাধ্যমে পাচ্ছেন তাদের একটা সারানোর জায়গা হয়ে যাবে৷ এখন থেকে আমরা নিজেদের তৈরি করব৷ যেখানে আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট থেকে স্টোভ,কম্বল এখান থেকেই তৈরি হবে৷ এই সমস্ত কিছু বাংলাতে তৈরি হতে পারে৷ বাংলার মানুষরা প্রয়োজনে ব্যবহার করতে পারেন৷ তার ব্যবস্থা করতে হবে৷ যে ত্রিপল লাগে সেই ত্রিপল যদি আমরা বাংলা থেকে তৈরি করতে পারি তাহলে তো সুবিধা হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =