এবার দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে নয়া বিদ্রোহের প্রস্তুতি পার্শ্বশিক্ষকদের!

কলকাতা: এপর্যন্ত রাজ্যের প্রায় সব বিরোধী দলের নেতা-নেত্রীরাই দেখা করেছেন আন্দোলনরত পার্শ্বশিক্ষকের সঙ্গে৷ কিন্তু পার্শ্ব শিক্ষকদের আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নয়, সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে পার্শ্বশিক্ষকদের আন্দোলন আগামী দিনে জাতীয় স্তরে পৌঁছে যাবে বলে হুঁশিয়ারি দিলেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সহ আহ্বায়ক ভগীরথ ঘোষ৷ এদিকে সূত্রের খবর, হয়তো চলতি সপ্তাহেই আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে

9167feaac13274b3ff2738535355ae92

এবার দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে নয়া বিদ্রোহের প্রস্তুতি পার্শ্বশিক্ষকদের!

কলকাতা: এপর্যন্ত রাজ্যের প্রায় সব বিরোধী দলের নেতা-নেত্রীরাই দেখা করেছেন আন্দোলনরত পার্শ্বশিক্ষকের সঙ্গে৷ কিন্তু পার্শ্ব শিক্ষকদের আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নয়, সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে পার্শ্বশিক্ষকদের আন্দোলন আগামী দিনে জাতীয় স্তরে পৌঁছে যাবে বলে হুঁশিয়ারি দিলেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সহ আহ্বায়ক ভগীরথ ঘোষ৷ এদিকে সূত্রের খবর, হয়তো চলতি সপ্তাহেই আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী৷ আলোচনায় বসতে রাজি আন্দোলনরত পার্শ্বশিক্ষকরাও৷

বুধবার ১৭দিনে পড়ল সঠিক বেতন কাঠামোর দাবিতে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের আন্দোলন৷ ১১ নভেম্বর থেকে ৩ দিন অবস্থান আন্দোলনের পর অনশন আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ৷ সেক্ষেত্রে বিগত ১৪ দিন ধরে চলছে তাঁদের অনশন৷ দাবি আদায়ে শিক্ষকদের অনশন, মৃত্যুর প্রতিবাদে আজ কালা দিবস পালন করেছেন শিক্ষকদের একাংশ৷ কালো ব্যাজ পড়ে আজ দিনভর স্কুলের ক্লাসে করিছেন মধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা৷

পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে ভগীরথবাবুর দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত পার্শশিক্ষকদের স্থায়ীকরণের মাধ্যমে এখনও পর্যন্ত ভাতাপ্রথার অবসান ঘটাতে পারেনি রাজ্য সরকার৷ তার মতে পার্শ্বশিক্ষকদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর কথা বলছেন শিক্ষা মন্ত্রী৷ কিন্তু নির্দিষ্ট বেতন কাঠামো ছাড়া ছাড়া তা সম্ভব নয়৷ এভাবে পার্শ্ব শিক্ষকদের বোকা বানানো হচ্ছে৷ শুধু তাই নয় পার্শ্বশিক্ষকদের জন্য এসএসসি বা টেট পরীক্ষায় যে কোটা আছে এনসিটিই-র নির্দেশিকা অনুযায়ী সেই কোটা ২০১০সালের আগে যারা পার্শ্বশিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের জন্য নয়৷ অর্থাৎ এনসিইআরটি-র নির্দেশ অমান্য করছে রাজ্য শিক্ষা দফতর৷

ইতিমধ্যেই শিক্ষক আন্দোলনের জেরে স্কুলগুলির পঠনপাঠনের কাজ ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷ যে শিক্ষকরা আন্দোলনের জন্য স্কুলে অনুপস্থিত তাদের শোকজ করা হতে পারে বলেও জানিয়েছে শিক্ষা দফতর৷ এক্ষেত্রে ঐক্যমঞ্চের সহ আহ্বায়ক জানিয়েছেন, হাইকোর্টের অনুমতি নিয়ে আন্দোলন চলছে৷ এর জন্য তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলে বিষয়টি আদালতই দেখবে৷ অন্যদিকে পার্শ্ব শিক্ষকদের অবস্থান ও অনশন আন্দোলনের প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিদ্বজ্জনেরা৷ এই আন্দোলনকে সমর্থন জানিয়ে দ্রুত সরকারি পদক্ষেপের দাবিও জানিয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *