নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের অবসরগ্রহণের বয়সসীমা অপরিবর্তিত থাকছে৷ সাংসদ কৌশল কিশোর এবং উপেন্দ্র সিং দাওয়াতের প্রশ্নের উত্তরে লিখিতজবাবে জানিয়েছেন কর্মী ও প্রশিক্ষণ দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং৷ তবে প্রয়োজন হলে সরকার সময়ের আগেই কোনও কর্মীকে অবসর দিতে পারেন বলেও জানিয়েছেন তিনি৷
তিনি জানান, জনস্বার্থে কর্মক্ষেত্রে অসততা বা অকার্যকারিতার জন্য মৌলিক নিয়মের ৫৬(জে), ১৯৭২-র সেন্ট্রাল সিভিল সার্ভিসেসের (পেনশন) আইনের ৪৮ নম্বর ধারা, সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে ১৯৫৮-র (মৃত্যু সহ অবসরকালীন সুবিধা ) ১৬(৩)এর (সংশোধিত) ধারা অনুসারে যেকোনো কর্মীকে অবসর দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে সরকারের৷
সরকারি চাকরিতে স্বতন্ত্র, অর্ধ-স্থায়ী বা অস্থায়ী ক্ষেত্রে কোনো কর্মচারী গ্রুপ ‘এ’ বা ‘বি’ পদে থাকে এবং তাদের মধ্যে কেউ যদি ৩৫বছরের আগে চাকরিতে নিযুক্ত হয়ে থাকে অথবা চাকরিতে ৫০বছর অতিক্রান্ত করে থাকে তাদের জন্য এই আইন প্রযোজ্য৷ অন্যদিকে কোনো কর্মচারীর বয়স ৫৫বছর হয়ে গেলেও এই আইন প্রযোজ্য হবে৷
এর আগে সেপ্টেম্বরে অবসরের বয়সসীমা কমানোর বিষয়টি নিয়ে রটনা চলছিল যে ২০২০ সালের এপ্রিল থেকে কেন্দ্রীয় কর্মীদের বর্ধিত বয়স হ্রাস করার প্রস্তাবকে কর্মী ও প্রশিক্ষণ অধিদপ্তর (ডিওপিটি) ছাড়পত্র দিয়েছে৷ সরকার পরে স্পষ্ট করে জানিয়েছিল যে এরকম কোনও প্রস্তাব নেই৷