সরকারের দুশ্চিন্তা বাড়িয়ে শিক্ষক অনশনের ১৮ দিন, চর্চা সংসদে

নয়াদিল্লি ও কলকাতা: পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্য শিক্ষা দফতরের৷ বুধবার রাজ্য বিধানসভা থেকে দিল্লির সংসদেও পার্শ্ব শিক্ষকদের প্রসঙ্গটি আলোচনা হয়৷ বিধানসভায় শিক্ষামন্ত্রীর কথায় দুশ্চিন্তার বিষয়টি পরিষ্কার ফুটে ওঠে৷ একদিকে শিক্ষকদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে স্কুলের পঠনপাঠনের কাজ৷ অন্যদিকে এখনও শুরু হয়নি স্কুলে চাইল্ড রেজিস্ট্রেশনের মত গুরুত্বপূর্ণ কাজ৷ একের পর এক অনশনরত শিক্ষকদের অসুস্থতার খবর

সরকারের দুশ্চিন্তা বাড়িয়ে শিক্ষক অনশনের ১৮ দিন, চর্চা সংসদে

নয়াদিল্লি ও কলকাতা: পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্য শিক্ষা দফতরের৷ বুধবার রাজ্য বিধানসভা থেকে দিল্লির সংসদেও পার্শ্ব শিক্ষকদের প্রসঙ্গটি আলোচনা হয়৷ বিধানসভায় শিক্ষামন্ত্রীর কথায় দুশ্চিন্তার বিষয়টি পরিষ্কার ফুটে ওঠে৷ একদিকে শিক্ষকদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে স্কুলের পঠনপাঠনের কাজ৷ অন্যদিকে এখনও শুরু হয়নি স্কুলে চাইল্ড রেজিস্ট্রেশনের মত গুরুত্বপূর্ণ কাজ৷ একের পর এক অনশনরত শিক্ষকদের অসুস্থতার খবর আসছে৷ পার্শ্বশিক্ষকদের ভুল বোঝানো হচ্ছে বলে এদিন বিরোধী শিবিরের দিকে আঙুল তোলেন শিক্ষামন্ত্রী৷

তাঁর মতে অনশন আন্দোলনের ফলে শিক্ষক-পড়ুয়া উভয় পক্ষের ক্ষতি হচ্ছে৷ শিক্ষকদের যেমন স্বাস্থ্যহানি হচ্ছে তেমনই আন্দোলনরত কয়েকশো শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনাও লাটে উঠেছে৷ এদিন লোকসভার জিরো আওয়ারে পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গ ওঠে৷ তৃণমূল সাংসদ মালা রায় সংসদে জানিয়েছেন রাজ্য এই শিক্ষকদের পাশে থাকলেও কেন্দ্র সরকারের অসহযোগিতা ফলে সমস্যা বাড়ছে৷ কেন্দ্র প্রাপ্য টাকা না দিলে সমস্যা মিটবে না বলেও জানিয়েছেন তিনি৷

এদিন সংসদে পার্শ্ব শিক্ষকদের বেতনের হিসেব তুলে ধরেন মালা রায়৷ তিনিও এদিন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন রাজনৈতিক সুবিধার্থেই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে তাদের বিভ্রান্ত করছে বিরোধীরা৷ তবে সরকারের এত দুশ্চিন্তা অভাব অভিযোগের মধ্যেও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের জন্য ইতিবাচক পদক্ষেপ এখনও সেভাবে চোখে পড়ছেনা বলেই দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের৷

শিক্ষামন্ত্রীর তরফে একাধিকবার আশ্বস্থ করা হলেও তার ফল কিছুই মিলছেনা বলেই অভিযোগ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের৷ প্রত্যেক শিক্ষা বর্ষের শেষে স্কুলছুট পড়ুয়াদের হিসেব মিলিয়ে নেওয়ার কাজ করানো হয় পার্শ্বশিক্ষকদের দিয়ে৷ এই রিপোর্ট জমা দেওয়া হয় কেন্দ্রে৷ মঞ্চের অভিযোগ এরজন্য আলাদা করে কোনো টাকা দেওয়া হয়না শিক্ষকদের৷ উপরন্তু এই কাজের জন্য ‘অন ডিউটি লিভ’ দেওয়ার বিষয়টিও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ডিআই৷ তাই এবছর তাদের ন্যায্য পাওনার দাবিতে এই আন্দোলনে চাইল্ড রেজিস্ট্রেশনের কাজটিও বয়কট করেছেন বলেই জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ৷

শিক্ষা দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন হাইকোর্টের অনুমতি নিয়ে এই আন্দোলন চলছে তারপরেও উল্টো চাপ দিতে স্কুলে তাদের উপস্থিতি নিয়ে খোঁজখবর করা হচ্ছে৷এসআই থেকে ডিআই পর্যন্ত স্কুল পরিদর্শনে যাচ্ছেন৷ পার্শ্বশিক্ষকদের বাড়ি বাড়ি গিয়েও খোঁজ খবর চলছে বলে অভিযোগ মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষের৷ সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধেও প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 3 =