SC/ST সংরক্ষণ ব্যবস্থায় বড় ছাড় কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি: তফসিলি জাতি, উপজাতিদের সংরক্ষণের মেয়াদ আরও ১০ বছরের বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ ২০৩০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষা ও চাকরিতে বহাল থাকবে তফসিলিদের সংরক্ষণ৷ সূত্রের খবর, চলতি অধিবেশনে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে কেন্দ্র৷ তফসিলিদের সংরক্ষণ সাংবিধানিক বিধিবন্ধ৷ সাংবিধানিক অধিকার বলে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ পেয়ে থাকেন তফসিলিরা৷ তবে, সংরক্ষণের

SC/ST সংরক্ষণ ব্যবস্থায় বড় ছাড় কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি: তফসিলি জাতি, উপজাতিদের সংরক্ষণের মেয়াদ আরও ১০ বছরের বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ ২০৩০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষা ও চাকরিতে বহাল থাকবে তফসিলিদের সংরক্ষণ৷

সূত্রের খবর, চলতি অধিবেশনে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে কেন্দ্র৷ তফসিলিদের সংরক্ষণ সাংবিধানিক বিধিবন্ধ৷ সাংবিধানিক অধিকার বলে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ পেয়ে থাকেন তফসিলিরা৷ তবে, সংরক্ষণের পরিসীমা নির্ধারণ করে রাজ্য ও কেন্দ্র৷

গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট তফসিলি আইন পর্যালোচনা করে৷ ১৯৮৯ সালে রাজীব গান্ধী সরকারের আমলে সংরক্ষণ আইন চালু হয় মূলত অস্পৃশ্যতা দূর করার লক্ষ্যে৷ কিন্তু, আইন থাকলেও এখনও বঞ্চিত তফসিলিরা৷২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত তফসিলিদের উপর লাগাতার ভাবে আক্রমণ ও অপরাধের মাত্রা বেড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =