কবে মিলবে ইনক্রিমেন্ট? ফের বিদ্রোহ শিক্ষকদের

মেদিনীপুর: রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বঞ্চনার অভিযোগ নিয়ে অস্থিরতা রয়েছে রাজ্যজুড়ে৷ রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, শিক্ষা দপ্তর সবক্ষেত্রেই একাধিক অভিযোগ পাল্টা অভিযোগের জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক প্রকার অচলাবস্থা তৈরি হচ্ছে৷ এবার এমনই একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভে সামিল হলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির শতাধিক শিক্ষক৷ শুক্রবার ডিআই অফিসে গিয়ে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয়

কবে মিলবে ইনক্রিমেন্ট? ফের বিদ্রোহ শিক্ষকদের

মেদিনীপুর: রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বঞ্চনার অভিযোগ নিয়ে অস্থিরতা রয়েছে রাজ্যজুড়ে৷ রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, শিক্ষা দপ্তর সবক্ষেত্রেই একাধিক অভিযোগ পাল্টা অভিযোগের জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক প্রকার অচলাবস্থা তৈরি হচ্ছে৷ এবার এমনই একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভে সামিল হলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির শতাধিক শিক্ষক৷

শুক্রবার ডিআই অফিসে গিয়ে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা৷ তাদের দাবি, রাজ্যের সমস্ত জেলা ডিএলএড করা আপার প্রাইমারি শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করলেও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন৷ তাই অবিলম্বে তাদের ইনক্রিমেন্ট চালু করতে হবে৷ শিক্ষক-শিক্ষিকাদের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসটিইএ-র নেতা তপন কুমার জানা, জেলা সম্পাদক স্বপন ভৌমিক, বাসুদেব দাস, শম্ভু মান্না প্রমুখ৷

কবে মিলবে ইনক্রিমেন্ট? ফের বিদ্রোহ শিক্ষকদের

আগামী এক সপ্তাহের মধ্যে ইনক্রিমেন্ট চালু না করা হলে শিক্ষকরা ডি আই অফিসে অবস্থান করবেন বলেও জানিয়েছেন এদিনের বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষক উদ্দীপ্ত পাল,শেখ আকতার হোসেন,অজয় মন্ডল, সঞ্জীব বেরা প্রমূখ৷ একইসঙ্গে শিক্ষকদের বিভিন্ন কাজের ক্ষেত্রে হয়রানির বিরুদ্ধেও এদিন সোচ্চার হন তাঁরা৷ আগামী দিনে এই হয়রানি বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twelve =