Japan
বেজিং: সম্প্রতি বেজিংয়ের একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। যেখানে ভৌগোলিক সম্প্রসারণবাদের চেষ্টা প্রকট বলে স্পষ্ট জানিয়েছে নয়াদিল্লি। এই মানচিত্রে অরুণাচলপ্রদেশকে দক্ষিণ তিব্বত বলে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ চিন সাগরের ৯০ শতাংশ নিজেদের বলে দাবি করেছে শি জিনপিং সরকার। যার বিরোধিতা করেছে পূর্ব এশিয়ার ফিলিপিন্স, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভিয়েতনাম৷ এবার চিনের নয়া মানচিত্রের প্রতিবাদ জানিয়ে ভারতের পাশে দাঁড়াল জাপান।
মঙ্গলবার জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব হিরোকাজু মাতসুনো ওই বিতর্কিত মানচিত্রের তীব্র সমালোচনা করেন। পূর্ব চিন সাগরের দ্বীপগুলি জাপানের শাসানাধীন হলেও চিন সেগুলিকে নিজেদের বলে দাবি করায় অসন্তোষ প্রকাশ করেছে টোকিও।
ভিয়েতনাম, ফিলিপিন্স চিনা মানচিত্রের বিরোধিতা করে সরকারি বিবৃতি প্রকাশ করেছে। তাইওয়ানের বিদেশমন্ত্রীর দাবি, এর পর চিন ভারত মহাসাগরের দিকে হাত বাড়াবে। ভারতের মতো ফিলিপিন্স সরকারও চিনের এই ‘স্ট্যান্ডার্ড ম্যাপের’ কড়া নিন্দা করেছে। দাবি, এই মানচিত্রে পশ্চিম ফিলিপিন্স সাগরের বেশ কিছু অংশকে চিনা মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আদতে ফিলিপিন্সের এলাকা।