বাইডেনকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন ভিকে সিং! সুনক, হাসিনাদের অভ্যর্থনা জানাবেন কারা?

বাইডেনকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন ভিকে সিং! সুনক, হাসিনাদের অভ্যর্থনা জানাবেন কারা?

union ministers 

নয়াদিল্লি:  আজ বিকেলেই ভারতের মাটি ছোবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বিমান। তবে তাঁকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমানবন্দরে যাবেন না। বরং কূটনৈতিক প্রোটোকল মেনে মার্কিন প্রেসিডেন্টকে ভারতে স্বাগত জানাতে যাবেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। বিদেশ মন্ত্রক সূত্রে তেমনটাই খবর। বাইডেনের পাশাপাশি জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসা চিনা প্রধানমন্ত্রী লি কিয়াংকেও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ভিকে সিং। 

শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শুরু হবে জি২০ শীর্ষ সম্মেলন৷ তাঁর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন প্রেসিডেন্ট বাইডেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বাইডেনের বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে তিনি চলে যাবে আইটিসি মৌর্য শেরাটনে। এই হোটেলেই বাইডেন এবং তাঁর প্রতিনিধি দলের থাকার বন্দোবস্ত করা হয়েছে৷ ভাড়া নেওয়া হয়েছে হোটেলের প্রায় ৪০০টি ঘর৷ 

জি২০ গোষ্ঠীর সদস্য না হলেও, এই বৈঠকে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ২০১৭ সালে তিনি যখন ভারতে আসেন, তখন প্রোটোকল ভেঙেই দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৮-য় ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন স্বয়ং নমো৷ তবে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের জন্য প্রোটোকল মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে। 

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় খাদ্য-সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে৷  জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকেও স্বাগত জানাবেন তিনি৷

জানা গিয়েছে, ভারতে আসার পর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভ্যর্থনা জানাবেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করান্ডলাজে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *