ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি PSC-র, জারি কড়া নির্দেশ

ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি PSC-র, জারি কড়া নির্দেশ

297c345720a38891ef56c4b99feec08e

কলকাতা: নতুন বছরে চাকরিপ্রার্থীদের সুখবর শোনাল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি৷ ২০০৭ সালের পর এই প্রথম নতুন বছরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের পরীক্ষা নিতে চলেছে পিএসসি৷ এই পদে কে নেবে পরীক্ষা? পাবলিক সার্ভিস কমিশন নাকি স্টাফ সিলেকশন কমিশন? নিয়োগের দায়িত্ব কার? এই নিয়ে প্রশাসনিক মহলে ধোঁয়াশা কাটার পর অবশেষে ক্লার্কশিপ পরীক্ষার নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন৷

কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ জানুয়ারি ক্লার্কশিপ পরীক্ষার জন্য রাজ্যের প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী সরকারি চাকরি পাওয়ার লড়াইয়ে নামবেন৷ দু’টি পর্যায়ের নেওয়া হবে লিখিত পরীক্ষা৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৫ দুটি ধাপে ক্লার্কশিপ পরীক্ষার নেওয়া হবে৷ সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে৷ দ্বিতীয় পর্বে দুপুর ২টো থেকে সাড়ে তিনটে পর্যন্ত নেওয়া হবে পরীক্ষা৷ লিখিত পরীক্ষার পর নেওয়া হবে কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপের দক্ষতা প্রমাণ৷ এরপরই মিলবে চাকরির নিয়োগপত্র৷

কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে চাকরিপ্রার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে৷ চাকরিপ্রার্থীদের সতর্ক করে কমিশন জানিয়েছে, পরীক্ষায় সময় পরীক্ষা কেন্দ্রে কোনও ভাবেই পরীক্ষার্থীরা ক্যালকুলেটর, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করতে পারবেন না৷

9ab410f44dae97bb6995fa0e984e11a1

মাধ্যমিক যোগ্যতামানে পিএসসি’র তরফে গত ফেব্রুয়ারি মাসে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল৷ বিজ্ঞপ্তি জারির ১১ মাস পর পরীক্ষা নিতে চলেছে কমিশন৷ ক্লার্কশিপ পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন৷ প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলে খবর৷

আসন্ন ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে পিএসসি৷ পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে৷ উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম কিংবা রোল নম্বর লিখলে ১০ শতাংশ নম্বর কাটার কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *