সরকারি কর্মচারীদের জন্য সুখবর, GPF সংক্রান্ত বিজ্ঞপ্তি রাজ্যের

স্কুল শিক্ষকের সার্ভিস বুক থেকে শুরু করে কর্মচারীদের বহু তথ্যই এখন অনলাইনে এসে গিয়েছে৷ ইতিমধ্যেই সরকারী অফিসে লোনের কাগজপত্র থেকে পে-স্লিপ, ছুটির আবেদন, সবকিছুই চলে এসেছে অনলাইনে৷ এই তালিকায় ছিল না কেবল জেনারেল প্রভিডেন্ট ফান্ড৷

কলকাতা: স্কুল শিক্ষকের সার্ভিস বুক থেকে শুরু করে কর্মচারীদের বহু তথ্যই এখন অনলাইনে এসে গিয়েছে৷ ইতিমধ্যেই সরকারী অফিসে লোনের কাগজপত্র থেকে পে-স্লিপ, ছুটির আবেদন, সবকিছুই চলে এসেছে অনলাইনে৷ এই তালিকায় ছিল না কেবল জেনারেল প্রভিডেন্ট ফান্ড৷

কারণ, বিষয়টি সম্পূর্ণভাবে রয়েছে রাজ্যের অ্যাকাউন্টেন্ট জেনারেলের হাতে৷ অন্যান্য বিষয়গুলি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আওতায় থাকায় রাজ্য সরকারি কর্মচারীরা সহজেই অনলাইনে সবকিছুর আপডেট পেয়ে যান এখন৷

এবার অবশেষে রাজ্যপালের অনুমতিক্রমে একজন কর্মচারী অনলাইনেই জানতে পারবেন তাঁর প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত তথ্যের খুঁটিনাটি৷ সম্প্রতি একটি নোটিফিকেশনের মাধ্যমে এমনটাই জানিয়েছে সরকার৷

জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার এই মুহূর্তে কত রয়েছে, একজন কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে এই মুহূর্তে কত রয়েছে, তা সবকিছুই এবার থেকে অনলাইনে জানা যাবে৷ জিপিএফ থেকে কেউ ঋণ নিলে, সেই ঋণের পর বর্তমানে কী অবস্থায় রয়েছে এই অ্যাকাউন্ট তা-ও স্পষ্ট জানা যাবে৷

যদিও বেসরকারি ক্ষেত্রে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে এহেন অনলাইন সুবিধে থাকা দরকার বলে অনেকেই মনে করছেন৷ কারণ, কর্মচারীদের বেতন থেকে টাকা কেটেও সেই টাকা পিএফ খাতে জমা না-দিয়ে তা আত্মসাৎ করার ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়৷ অনলাইন ব্যবস্থা চালু হলে এই দুর্নীতি কমবে বলে আশা করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =