মাদ্রাসা ও পুরসভার শিক্ষকরাদের জন্য সুখবর, আসছে নির্দেশ!

মাদ্রাসা ও পুরসভার শিক্ষকরাদের জন্য সুখবর, আসছে নির্দেশ!

কলকাতা:  দীর্ঘ আন্দোলনের ফলে রাজ্যের ৭০ হাজার এসএসকে, এমএসকে মাদ্রাসা ও পুরসভার শিক্ষকদের ৮ বছর পরে বেতন বৃদ্ধি হয়েছে৷ গতবছর মিলেছে প্রথমবার বোনাস৷ পঞ্চায়েত দপ্তরে থাকা এসএসকে, এমএসকে শিক্ষকরা শিক্ষাদপ্তরে অন্তর্ভুক্ত হয়েছেন৷ কিন্তু মাদ্রাসা ও পুরসভার শিক্ষকরা বর্ধিত বেতন এখনও পাননি৷ এবার সেই বঞ্চিত মাদ্রাসা ও পুরসভার শিক্ষকরাদের জন্য নতুন বছরে আসছে নয়া সুখবর৷

আজ শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে একটি প্রতিনিধি দল পুরমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ সেখানে মাদ্রাসা ও পুরসভার শিক্ষকরাদের দাবি-দাওয়া তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা৷ সেখানে পুরমন্ত্রী শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন, মাদ্রাসার শিক্ষকদের বর্ধিত বেতনের জন্য ফাইল অর্থ দপ্তরে পাঠিয়ে এমাসেই নির্দেশ হয়ে যাবে৷

পুরসভার শিক্ষকদের গত মাসে বকেয়া ৫ শতাংশ ইক্রিমেন্টের নির্দেশ হয়েছে৷ মঞ্চের দাবি, আজ পুরমন্ত্রী জানিয়েছেন, পুরসভার শিক্ষকরা একই হারে বেতন-সহ অন্যান্য সুবিধা দ্রুত পাবেন৷ একই সঙ্গে বর্ধিত বেতন-সহ অন্যান্য সুয়োগ সুবিধা যেমন তাঁরা পোশাক, জুতো-সহ অবসরকালীন ভাতা ও শিক্ষাদপ্তরে অন্তর্ভুক্ত-সহ মাস পয়লা বেতন পাবেন৷

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের দাবি, দীর্ঘ ৮ বছর পরে আন্দোলনের মাধ্যমে যে দাবি আদায় হয় তা প্রমানিত হল৷ আগামী দিনে সমকাজে সমবেতন, নির্দিষ্ট বেতন কাঠামো-সহ অন্যান্য দাবিতে আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম৷ আগামী ৫ জানুয়ারি সকাল ১১টায় পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর হলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ১৯ তম জেলা সম্মেলনে এই বিষয়ে আলোচনা হবে বলেও দাবি শিক্ষক সংগঠনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 14 =