কলকাতা: অবশেষে রাজ্য সরকারি কর্মচারী-সহ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে বেতন কমিশনের আওতায় আনার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দপ্তর৷ আজ নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রেজোলিউশন নং ৫৬৯৫এফ(পি)-এর শর্তে, বিভিন্ন বিভাগের কর্মচারীদের বেতন কমিশনের আওতায় আনা হয়েছে৷
রাজ্য সরকারী কর্মচারী ও কর্মচারীদের নির্দিষ্ট কিছু বিভাগের জন্য গঠিত গত ২৭ নভেম্বর রেজোলিউশন নং ৮০৭০এফ (পি), অনুযায়ী বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল৷ আজ বৃহস্পতিবার নয়া বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেওয়া, এখন থেকে বেতন কমিশনের সুবিধা পাবেন রাজ্যে সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আশিক্ষণ কর্মচারী, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারী, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের কর্মচারীরা, মাদ্রাসা শিক্ষা পশ্চিমবঙ্গ বোর্ডের কর্মচারী, রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের পশ্চিমবঙ্গ কাউন্সিলের কর্মচারীরা৷ পে কমিশন বেতনের সুপারিশ অনুযায়ী ওই সমস্ত কর্মচারীদের বেতন কাঠামো ও মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এর মতো বিভিন্ন ভাতা যুক্ত হবে৷
বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পয়লা জানুয়ারি ২০১৬ থেকে সেপ্টেম্বর ২০১৯ অবধি পরবর্তী বেতন কাঠামোয় পরবর্তী হবে৷ ইনক্রিমেন্টের সুযোগ নিতে পারেন কর্মীরা৷ তবে, ছুটিতে বা ডেপুটেশনে থাকা কর্মচারীরা এই সুবিধা পাবেন না৷ ছুটি থেকে ফিরে আসার ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অফিসের যুক্ত হওয়ার পর মিলবে সুবিধা৷ যদি কোনও কর্মচারী ৩১ ডিসেম্বর, ২০১৫ এর পরে চাকরিতে যোগ দিয়ে থাকেন, সংশোধিত বেতন কাঠামো পাবেন তাঁরা৷ একজন কর্মচারীর মূল বেতন ৮,০১০ টাকার হয়ে থাকে, তাহলে পিবি -১ এর গ্রেড পে বাবদ ১৮০০ টাকা সংশোধিত বেতন কাঠামোয় সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে৷ আরও বিস্তারিত জানতে দেখুন বিজ্ঞপ্তি-http://www.wbfin.nic.in/writereaddata/16-F(P1).pdf