৮০০০ শূন্যপদে নিয়োগ শুরু নবান্নের! আসছে সুখবর

৮০০০ শূন্যপদে নিয়োগ শুরু নবান্নের! আসছে সুখবর

কলকাতা: নতুন বছরে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশে অন্তত ৮ হাজার কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, জানুয়ারিতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

চলতি বছরে রাজ্যে পুরভোট রয়েছে৷ তারপর ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে পুরসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া অনেকাংশেই এগিয়ে রাখতে চাইছে সরকার৷ সেক্ষেত্রে বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে৷

কনস্টেবল পদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্তরের জন্য রাখা হয়েছে৷ একই সঙ্গে দৈহিক মাপজোকে গুরুত্ব দেওয়া হবে৷ পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেন্টিমিটার৷ গোর্খা তপশিলি উপজাতি ও রাজবংশীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি৷ বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮ ও ৮৩ সেমি হতে হবে৷ গোর্খা, তপশিলি উপজাতি ও রাজবংশীদের ক্ষেত্রে তা ৭৬ ও ৮২ সেমি৷ বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে৷

মহিলাদের ক্ষেত্রে প্রয়োজনীয় উচ্চতা ১৬০ সেমি রাখা হয়েছে৷ গোর্খা, তপশিলি উপজাতি এবং রাজবংশীদের ক্ষেত্রে তা করা হয়েছে ১৫২ সেমি৷ বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে৷ প্রার্থী বাছাই হবে দৈহিক মাপজোকের যাচাই করা৷ নেওয়া হবে লিখিত পরীক্ষা৷ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আজ বিকেল ডট কমে সেই সংক্রান্ত খবর বিস্তারিতভাবে জানানো হবে৷ ফলে, চাকরির বাজারের সমস্ত খবর জানতে অবশ্যই নজর রাখুন আজ বিকেল ডট কমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *