অবশেষে শিক্ষক বদলির নয়া বিজ্ঞপ্তি জারি SSC-র!

শিক্ষকদের বদলি সমস্যার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বিকেল ডটকম৷ খবর প্রকাশিত হওয়ার তিন দিনের ব্যবধানে বদলি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷

83da476d5629d24b31fcd2a554f06971

কলকাতা: এক বছরেরও বেশি সময় বন্ধ শিক্ষকদের পারস্পরিক বদলি৷ আবেদন নেওয়া হলেও তা কার্যকর হয়নি৷ সাধারণ বদলি বন্ধ ২০১৫ থেকে৷ আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায়৷ অবশেষে সেই সমস্যার সুরাহা মিলেছে৷ নতুন করে মিউচুয়াল ট্রান্সফারের কাউন্সেলিং করেছে স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু, কাউন্সেলিং পর্ব মিটলেও বদলির ছাড়পত্র হাতে না পেয়ে চূড়ান্ত বিপাকে পড়েছিলেন বাংলায় বহু শিক্ষক৷ শিক্ষকদের এই সমস্যার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বিকেল ডটকম৷ খবর প্রকাশিত হওয়ার তিন দিনের ব্যবধানে বদলি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷

এসএসসির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিক্ষকদের সমস্যা কথা বিবেচনা করে বদলি সংক্রান্ত শিক্ষকদের পুনর্নিয়োগের সময়মীমা আরও এক মাস বৃদ্ধি করা হচ্ছে৷বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য কাউন্সেলিং শেষ হয়েছে৷ কিন্তু, কয়েকটি কারণে শিক্ষকরা আজ পর্যন্ত নতুন স্কুলে স্থানান্তরিত হতে পারেননি৷ স্কুলে যোগদান করতে পারেননি বেশ কিছু শিক্ষক৷ কমিশন পরিস্থিতি বিবেচনা করে আগামী ৬ জানুয়ারি থেকে ৩০ দিনের মধ্যে যোগদানের সময়সীমা বাড়িয়ে দিচ্ছে৷

এর আগে গত ৩০ মে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে বদলির প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন৷ ওই সময় মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন গ্রহণের পর গত ৫ ডিসেম্বরকাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে কমিশন৷ কিন্তু, কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলেও এখনও বদলির সরকারি ছাড়পত্র না পেয়ে চূড়ান্ত বিপাকে পড়েছেন রাজ্যের অন্তত ৬০০ জন শিক্ষক৷

b711309e2ad5b9d844779a402bd9f066

নাম অপ্রকাশিত রাখার শর্তে এক স্কুল শিক্ষক জানিয়েছেন, ‘‘স্কুল সার্ভিস কমিশন মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া গত ৫ ডিসেম্বরে শেষ করেছে৷ প্রায় ৬০০ শিক্ষক কাগজে কলমে বদলি হয়েও নতুন বিদ্যালয়ে যোগদান করতে পাচ্ছে না৷ স্কুল শিক্ষা দপ্তর ও শিক্ষা পর্ষদের সমন্বয়ের অভাবে খেসারত দিতে হচ্ছে শিক্ষকদের৷ অচার্য সদনের তরফে সবরকম প্রক্রিয়া শেষ করলেও ট্রান্সফার নির্দেশ হাতে থাকা সত্বেও শুধুমাত্র পর্ষদ অফিস নিবেদিতা ভবনের টালবাহানায় অথৈ জলে রয়েছে সদ্য বদলিপ্রাপ্ত শিক্ষকদের ভবিষ্যৎ৷’’ শিক্ষকদের এই সমস্যার কথা তুলে ধরে গত ৩০ ডিসেম্বর প্রতিবেদন প্রকাশ করে আজ বিকেল ডট কম৷ সেই খবর প্রকাশিত হওয়ার পর এবার বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিল স্কুল সার্ভিস কমিশন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *