তিরুবনন্তপুরম: ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যেই কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক ফের ছড়িয়ে পড়েছে। পরপর দু’জনের ‘অস্বাভাবিক’ মৃত্যু এবং একসঙ্গে অন্তত ৪ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ফিরিয়ে এনেছে ২০১৮ ও ২০২১ সালের স্মৃতি। পরিস্থিতি এখন এতটাই গম্ভীর যে সংক্রমণ রুখতে কোঝিকোড় জেলার সাতটি গ্রামকে কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। কারণ নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তারা প্রায় সকলেই সে জেলার বাসিন্দা।
কেরল সরকারের তরফে জানানো হয়েছে, নিপা ভাইরাসের ‘বাংলাদেশ’ নামক রূপ আতঙ্কের কারণ হয়ে উঠেছে রাজ্যে এবং তার কারণেই এত সংক্রমণ বাড়ছে। কোঝিকোড় জেলায় অন্তত ৪ জন নিপা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। তাই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু স্কুল। ইতিমধ্যেই পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়েছে সকলের নমুনা। রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে মৃতরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বা বাকিরা কেউ এই ভাইরাসে আক্রান্ত কিনা।
নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার মূল উপসর্গের মধ্যে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ঝিমুনি ভাব, শ্বাসকষ্ট রয়েছে। এর আগে কেরলে ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। দু’দফা মিলিয়ে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এখন যাতে ওই পরিস্থিতি আবার না ফিরে আসে তার চেষ্টাই করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কোঝিকোড়ে একটি কন্ট্রোল রুম খুলেছে তারা। জেলা তথা রাজ্যজুড়ে নিপা ভাইরাস বিষয়ে সতর্কতা জারি করে স্বাস্থ্য দফতর।