প্রাথমিক শিক্ষকদের রোপা সংক্রান্ত নয়া নির্দেশিকা DPSC-র

শিক্ষকদের দাবি মেনে গত ১৬ ডিসেম্বর ‘২০১৯ রোপা ফর টিচার্স’ প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়েছে অপশন ফর্ম পূরণ ও জমা করার প্রক্রিয়া৷ এই ফর্ম জমা করার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে৷

9ace2d3e8b1da57bb0970790a521e59c

বরহমপুর:  শিক্ষকদের দাবি মেনে গত ১৬ ডিসেম্বর ‘২০১৯ রোপা ফর টিচার্স’ প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়েছে অপশন ফর্ম পূরণ ও জমা করার প্রক্রিয়া৷ এই ফর্ম জমা করার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে৷

আগামী ১৪ জানুয়ারি ২০২০-র মধ্যে মুর্শিদাবাদ জেলার প্রাথমিক শিক্ষকদের অপশন ফর্ম জমা করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ-পরিদর্শকদের নির্দেশিকা পাঠালো জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ৷

2c5b52df32b41a5c5b0d235504bf920b

এক্ষেত্রে অটো জেনারেটেড অপশন ফর্ম (সংযুক্ত ২) এর তিনটি প্রতিলিপি জমা করতে হবে৷ যেখানে শিক্ষকদের স্বাক্ষর ও স্কুলগুলির সংশ্লিষ্ট উপ-পরিদর্শকের স্বাক্ষর থাকবে৷ অটো জেনারেটেড পে ফিক্সেশন ফর্ম (সংযুক্ত ৩) এর তিনটি প্রতিলিপি জমা করতে হবে৷ যেখানে ইচ্ছুক শিক্ষকদের স্বাক্ষর ও সংশ্লিষ্ট উপ-পরিদর্শকের স্বাক্ষর থাকবে৷

২০২০-র সংশোধিত ন্যূনতম বেতন অনুসারে প্রাথমিক শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য  নির্দিষ্ট সময়ের মধ্যে বাধ্যতামূলকভাবে এই ফর্ম জমা করতে হবে৷ জরুরী ভিত্তিতে সম্পূর্ণ প্রক্রিয়া কার্যকর করার জন্য নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *