narendra modi
কলকাতা: সোমবার থেকে সংসদে শুরু হয়েছে পাঁচদিনের বিশেষ অধিবেশন। সরকারের ডাকা এই অধিবেশন নিয়ে বিরোধীদের মধ্যে জল্পনা তুঙ্গে। এদিন, সংসদে দাঁড়িয়ে চন্দ্রযানের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘চন্দ্রযান ৩-এর হাত ধরে চন্দ্রাভিযানের সাফল্য এসেছে৷ চাঁদে আমাদের তিরঙ্গা উড়েছে। শিবশক্তি পয়েন্ট অনুপ্রেরণার নতুন কেন্দ্র হয়ে উঠেছে। তিরঙ্গা বিন্দু আমাদের গর্বের কারণ হয়ে উঠেছে। সারা বিশ্বেই এমন ঘটনাকে আধুনিকতা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে দেখা হয়। এই সাফল্যের হাত ধরেই বেশ কিছু সুযোগ ও সম্ভাবনা ভারতের দরজায় কড়া নাড়ছে।’
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ভারতের সভাপতিত্বে জি২০ শীর্ষ সম্মেলন সফল। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা গিয়েছে সত্যিকারের ফেডারেল কাঠামো৷ এই সম্মেলনে ভারতের বৈচিত্র ফুটে উঠেছে৷ জি২০ সম্মেলনে আমাদের বৈচিত্রের উদযাপন ঘটেছে৷ ভারত গর্বিত, কারণ গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছি আমরা। আফ্রিকান ইউনিয়ন জি২০-র স্থায়ী সদস্য হয়েছে। এই সবই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত।’’
মোদী আজ আরও বলেন, ‘আগামিকাল, গণেশ চতুর্থী৷ আমরা নতুন সংসদে ভবনে যাব। ভগবান গণেশের অপর নাম ‘বিঘ্নহর্তা’৷ দেশের উন্নয়নে আর কোনও বাধা থাকবে না… নির্বিঘ্নে সব স্বপ্ন, সব সংকল্প পূরণ করবে ভারত। সংসদের এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে, তবে এটি ঐতিহাসিক হবে।’