women
নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন৷ পাঁচদিনের এই অধিবেশন সংক্ষিপ্ত হলেও তা ‘ঐতিহাসিক’ হতে চলেছে বলে আগেই উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ অধিবেশনের প্রথম দিনেই মিলল চমক৷ মোদীর নেতৃত্বে নারী সংরক্ষণ বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় ক্যাবিনেট৷ লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে৷ লোকসভার বিশেষ অধিবেশনে এই বিল পেশ করা হবে বলে জানা যাচ্ছে। শুধু লোকসভায় নয়, রাজ্য বিধানসভাতেও মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে৷
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হবে, তা নিয়ে আগে থেকে কোনও কিছু উল্লেখ করা হয়নি। দেখা যায় সোমবার সকাল থেকেই দিল্লিতে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। এর পরেই নজর ছিল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের দিকে৷ অবশেষে সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নারী সংরক্ষণের বিষয়টি ঘোষণা করেন। তিনি লেখেন, ‘‘নারী সংরক্ষণের দাবি পূরণ করার নৈতিক সাহস শুধু মোদী সরকারেরই আছে। এই বিলকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে সরকারের নৈতিক সাহসিকতা প্রমাণিত হয়েছে। নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন।’’
প্রসঙ্গত, সংসদের পাঁচদিনের এই বিশেষ অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। সেখানেই বিরোধীরা একযোগে দাবি জানিয়েছিল যে, বিশেষ অধিবেশনে নারী সংরক্ষণ বিল পাশ করাতে হবে৷ কংগ্রেসের তরফে এই দাবি জোরাল ভাবে উত্থাপন করা হয়। যদিও এই সংক্ষিপ্ত অধিবেশনের জন্য তালিকাভুক্ত বিলগুলির মধ্যে নারী সংরক্ষণ বিলের উল্লেখ ছিল না। কিন্তু এই বিল পাশ না হলে বিরোধীরা একযোগে সংসদে সরব হবে বলেও পরিকল্পনা ছিল বিরোধীদের৷
তবে রীতিমতো চমক দিয়েই সোমবার বিশেষ অধিবেশনের প্রথম দিন সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়৷ সেখানেই মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দেয় মোদী মন্ত্রিসভা। প্রায় ১০০ মিনিট ধরে চলে ক্যাবিনেট বৈঠক। তবে প্রথা মেনে ক্যাবিনেট বৈঠকের পর কোনও সাংবাদিক বৈঠক করা হয়নি৷