দেশজুড়ে আরও ১০ লক্ষ চাকরির ঘোষণা আমাজনের

দেশজুড়ে আরও ১০ লক্ষ চাকরির ঘোষণা আমাজনের

e5fbee5a1e6931f79c4d039982d61e17

নয়াদিল্লি: আগামী পাঁচ বছরের মধ্যে গোটা দেশে কমপক্ষে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে৷ ভারত সফরে এসে এমনই ঘোষণা মার্কিন ই-কমার্স সংস্থা আমাজন কর্তা জেফ বেজোস৷ তথ্যপ্রযুক্তি থেকে দক্ষতা উন্নয়ন, রিটেল ও লজিস্টিকস শিল্পে কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি৷ কিন্তু, হঠাৎ কেন দরাজ ঘোষণা? এর পিছনে আমাজন কর্তার সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বিতর্ক দেখছে পর্যবেক্ষক মহল৷

বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, মার্কিন ই-কমার্স সংস্থা আমাজন ভারতের উন্নতিতে বিনিয়োগ করেনি৷ বড়বড় ছাড় দিয়ে দেশের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছে৷ তাতে লোকসান বাড়ছে দেশে৷ কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণার পর শুক্রবার আমাজনকর্তা দেশজুড়ে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করার ঘোষণা করেন৷ আর সেই কারণে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ আগামী পাঁচ বছরে আমাজন এক হাজার কোটি টাকা মূল্যের ভারতে তৈরি পণ্য রপ্তানি করবে বলেও জানিয়েছেন৷

বিবৃতি জারি করেন আমাজনের প্রতিষ্ঠাতা বেজোস জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান গড়ে দেবেন তিনি৷ শেষ ৬ বছরে ৭ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ ৬০ হাজারেরও বেশি ব্যবসায়ী দেশীয় পণ্য রপ্তানি করছেন বলেও জানিয়েছেন বেজোস৷ মোট রপ্তানির অঙ্ক প্রায় এক হাজার কোটি টাকা৷ বিশ্বের বৃহত্তম এই  ই-কমার্স সংস্থা ভারতে ৫ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে৷ আগামীতে আরও বাড়বে বলেও জানিয়েছেন বেজোস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *