কলকাতা: বিধানসভা নির্বাচনে আগে রাজ্য পুলিশে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ হতে চলছে৷ এই মুহূর্তে রাজ্য পুলিশে ১ লক্ষ ১০ হাজারের বেশি পদের প্রয়োজনীয়তা রয়েছে৷ বর্তমান পুলিশ কর্মীর সংখ্যা প্রায় ৬৭ হাজারের কাছাকাছি৷ ফলত স্বাভাবিক ভাবেই রাজ্য পুলিশে কয়েক হাজার শূন্যপদের সৃষ্টি হতে চলেছে৷
দেশের প্রত্যকে রাজ্যে একটি নির্দিষ্ট সংখ্যক পুলিশ কর্মীর প্রয়োজন৷ কয়েক বছর আগের সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, বেশ কয়েকটি রাজ্য এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে৷ ২০১৮ সালে দেশের শীর্ষ আদালত একটি নির্দেশিকা প্রকাশ করে পুলিশ কর্মী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়ে নির্দেশ দেয়৷
জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে ১২৭টি ডিএসিপি, ৬৩০টি ইন্সপেক্টর, ২০টি মহিলা ইন্সপেক্টর, ২০৬০টি সাব-ইন্সপেক্টর, ৫২৪০টি সহকারী সাব ইন্সপেক্টর, ৩১১৪২টি কন্সটেবল এবং ১৯০টি জুনিয়ার কন্সটেবলের পদ শূন্য রয়েছে৷ বিগত কয়েক বছরে রাজ্যে বেশ কয়েকবার পুলিশ কর্মী নিয়গ হলেও শূন্যপদ পূর্ণ করা এখনও সম্ভব হয়নি৷ মনে করা হচ্ছে, পুলিশ কর্মীদের উপর চাপ কমাতে ভোটের আগে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করতে পারে রাজ্য৷