বাংলায় শুরু হচ্ছে চাকরির মেলা, মিলতে পারে নিয়োগপত্র!

বাংলায় শুরু হচ্ছে চাকরির মেলা, মিলতে পারে নিয়োগপত্র!

ba53d02763ac61bb1cf476aa974875ab

কলকাতা: আসন্ন ফেব্রুয়ারি মাসের ৩ থেকে ৫ তারিখ রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ মন্ত্রকের উদ্যোগে আয়জিত হতে চলেছে প্রথম কর্মসংস্থান মেলা৷ এই মেলা ২০২০ সালের মিলন উৎসবের একটি অংশ হয়ে উঠতে চলেছে৷ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর বেকার সমস্যা রুখতে এই মেলার আয়োজন করেছে বলে খবর৷

কলকাতার পার্ক সার্কাস ময়দান হতে চলেছে এই মেলার সম্ভাব্য স্থান৷ সূত্রের খবর, ৪০টির বেশি সংস্থা এই মেলায় অংশ গ্রহণ করবে৷ এখানেই চাকরিপ্রার্থী এবং চাকরিদাতার মধ্যে যোগাযোগ তৈরি হবে৷ এইভাবে মেলা আয়োজক রাজ্য সরকার রাজ্যের বেকার সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে৷ কোনও একটি নির্দিষ্ট পদে সিকিউরিটি গার্ড থেকে সিস্টেম ইঞ্জিনিয়ার, মার্কেটিং থেকে মেরিন ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর থেকে অ্যাকাউন্ট সব ক্ষেত্রের কর্মপ্রার্থীদের জন্যই কাজের বাজারে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে এই মেলায়৷

এই মেলায় অংশ গ্রহণের জন্য ইচ্ছুক কর্মপ্রার্থীরা demo.mdfcapps.online এই  ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারেন৷ তবে, নিজের তথ্য দেওয়ার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *