৬০৬৩ শূন্যপদে প্রতিরক্ষা কারখানায় নিয়োগ, বাংলায় পোস্টিং

৬০৬৩ শূন্যপদে প্রতিরক্ষা কারখানায় নিয়োগ, বাংলায় পোস্টিং

কলকাতা: পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের প্রতিরক্ষা কারখানায় শিক্ষানবিশ নিয়োগ৷  স্ত্রী, পুরুষ নির্বিশেষে দেশের বেশ কয়েকটি প্রতিরক্ষা কারখানায় শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷

শিক্ষানবিশ নিয়োগে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নাম। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  এই রাজ্যের ৪টি প্রতিরক্ষা কারখানা যথা দমদম, ইছাপুর, কাশীপুরে মোট ৫৮৩ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে৷ পশ্চিমবঙ্গ ছাড়াও চণ্ডীগড়, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রতিরক্ষা কারখানায় এই নিয়োগ করা হবে৷ মোট শূন্যপদ ৬০৬৩ টি৷

এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী কে নূন্যতম ৪০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতূল্য পাশ হতে হবে৷ গণিত ও বিজ্ঞানে  ৪০ শতাংশ নম্বর থাকতে হবে আইটিআই যোগ্যতার আসনগুলির ক্ষেত্রে৷ আবেদনকারীর বয়সক্রম ১৫ থেকে ২৪ বছর পর্যন্ত৷ সংশ্লিষ্ট পদের জন্য অনলাইন আবেদন করতে হবে৷ প্রার্থী বাছাই হবে মেধা তালিকা অনুযায়ী৷ পরবর্তীতে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা ও আবেদনকারীর পেশ করা সমস্ত শংসাপত্রের সত্যতা যাচাইয়ের পর৷ অনলাইন ফর্ম পূরণের শেষ দিন আগামী মাসের ৯ তারিখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =