শিক্ষকদের বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধা, UGC-র যোগ্যতা মান নিয়ে প্রশ্ন!

শিক্ষকদের বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধা, UGC-র যোগ্যতা মান নিয়ে প্রশ্ন!

কলকাতা: গত ২৩ ডিসেম্বর কলেজের আংশিক সময়ের অধ্যাপক, চুক্তিভিত্তিক অধ্যাপক ও অতিথি অধ্যাপকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর৷ এই বিজ্ঞপ্তিকে ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ৷ গত ১৫ জানুয়ারি তাদের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন৷ রাজ্যপাল যথাসম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইউনাইটেড স্টুডেন্ট'স এন্ড রিসার্চ স্কলার'স অ্যাসোসিয়েশন৷

বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে৷ গত নভেম্বর মাসে আংশিক সময়ের অধ্যাপক, চুক্তিভিত্তিক অধ্যাপক ও অতিথি অধ্যাপকদের  তাদের 'স্টেট এইড কলেজ টিচার'-এর মান্যতা দেয় রাজ্য সরকার ৷ এবার এই শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও কাজে যোগদানের সময়ের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর ৷ শিক্ষাগত যোগ্যতার বিচারে শিক্ষকদের দু'টো ভাগের একটি ভাগে আছেন সেই শিক্ষকরা যারা ইউজিসি নির্ধারিত যোগ্যতা সম্পন্ন ও আর এক ভাগে আছেন সেই শিক্ষকরা যাদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই৷

এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে যে ইউজিসি নির্ধারিত যোগ্যতা আছে ও ১০ বছরের বেশি কলেজে শিক্ষকতা করছেন, এই রকম শিক্ষকদের মাইনে ৩৫ হাজার টাকা হবে ৷ আর যারা ১০ বছরের কম সময় ধরে পড়াচ্ছেন, তাদের মাইনে হবে ৩১ হাজার টাকা ৷ যাদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই কিন্তু ১০ বছর ধরে পড়াচ্ছেন, তাদের ২৫ হাজার ও যারা ১০ বছরের কম সময় ধরে পড়াচ্ছেন, তাদের ২০ হাজার টাকা বেতন হবে ৷

একইসঙ্গে সাত বছর পর্যন্ত তাদের কর্ম জীবন সুনিশ্চিত করা হয়েছে৷ এক্ষেত্রে ইউজিসি এবং সিএসসি-র অনেকগুলি নিয়মকে লঙ্ঘন করা হয়েছে বলেই মত অ্যাসোসিয়েশনের৷ এ নিয়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গবেষক, বুদ্ধিজীবী মহলেও চরম অসন্তোষ দেখা দিয়েছে৷

অ্যাসোসিয়েশনের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, কলেজ গুলির শূন্যপদ ভরাট করার জন্যই আংশিক এবং চুক্তিভিত্তিক কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত৷  এমনকি এক্ষেত্রে ইউজিসি যোগ্যতা নেই এমন কলেজশিক্ষকের সংখ্যাই বেশি৷  সুতরাং এর ফলে দীর্ঘদিন অপেক্ষারত যোগ্যতাসম্পন্ন ও মেধাবী নিয়োগ প্রার্থীরা ওই শূন্য পদের জন্য আবেদনই করতে পারবেন না৷ ছাত্রছাত্রীদের সংগঠন ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড রিসার্চ স্কলার অ্যাসেসিয়েশনের দাবি, রাজ্যের মেমোরেন্ডাম সম্পূর্ণ খারিজ করা হোক, একইসঙ্গে মামলা চলাকালীন মেমোরেন্ডাম-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার জন্যেও হাইকোর্টে আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশন৷ তাদের আরও বক্তব্য, ইউজিসি যোগ্যতা মান থাকা আংশিক এবং চুক্তিভিত্তিক কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হলেও  ইউজিসি যোগ্যতামান নেই এমন শিক্ষকদের  বেতন বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা দিলে ভবিষ্যতে রাজ্যে কলেজ সার্ভিস কমিশন-এর মত পরীক্ষাগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে৷

অ্যাসোসিয়েশনের সঙ্গে সহমত পোষণ করে আইনজীবী ফিরদৌস শামিম বলেন,ইউজিসি-র যোগ্যতামান না থাকলে কাউকে নিয়োগ করা যায় না এবং শিক্ষা যেহেতু যৌথ তালিকার বিষয়, তাই এবিষয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত থাকলে কেন্দ্রীয় আইনই মেনে নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত৷ তাঁর মতেও রাজ্যের এই সিদ্ধান্তের ফলে শিক্ষার মান আরও নেমে যাবে ৷ হাইকোর্টে ইউনাইটেড স্টুডেন্ট'স এন্ড রিসার্চ স্কলার'স অ্যাসোসিয়েশনের করা এই মামলার শুনানি হতে পারে এই সপ্তাহেই ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =