নতুন বছরে বেকারত্ব বাড়বে ২৫ লক্ষ, পূর্বাভাস ILO-র

নতুন বছরে বেকারত্ব বাড়বে ২৫ লক্ষ, পূর্বাভাস ILO-র

ওয়াশিংটন: প্রায় সাড়ে চার দশকে দেশের বেকারত্বের হার এই মুহূর্তে সর্বোচ্চ৷ শুধু ভারত নয়, এবার বিশ্বজুড়ে বেকারত্ব বাড়ছে গোটা বিশ্বে৷ সাম্প্রতিক রিপোর্টে পেশ করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানাল রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও৷

রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার আশঙ্কা, চলতি বছরে গোটা বিশ্বে প্রায় ২৫ লক্ষ মানুষ বেকারত্বের তালিকায় নাম লেখাতে পারেন৷ পছন্দ বা চাহিদার তুলনায় অনেক কম বেতনে কাজ করতে বাধ্য হবেন কর্মীরা৷ গোটা বিশ্বে এখনও কাজ খুঁজে চলেছেন প্রায় ৫০ কোটি তরুণ-তরুণী৷

‘দ্য ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক: ট্রেন্ডস ২০২০’ শীর্ষক রিপোর্টে সাফ জানানো হয়েছে, গত ৯ বছর বিশ্ব বেকারত্ব স্থিতিশীল ছিল৷ তবে, এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির মন্দার কারণে নতুন কর্মসংস্থানে তার প্রভাব রড়ছে৷ পর্যাপ্ত শূন্যপদ তৈরি না হওয়ার কারণে লাফিয়ে বাড়ছে বেকারত্ব৷ লক্ষ লক্ষ সাধারণ মানুষের কাছে নতুন চাকরির পেয়ে উন্নত জীবনযাপন করাটা ক্রমশ কঠিন হয়ে উঠছে বলেও জানানো হয়েছে রিপোর্টে৷

এই মুহূর্তে বিশ্বে কর্মহীনের সংখ্যা কমপক্ষে ১৮ কোটি ৮০ লক্ষ৷ সাড়ে ১৬ কোটি মানুষ পর্যাপ্ত বেতন পাচ্ছেন না৷ ১২ কোটি তরুণ-তরুণী চাকরির খোঁজছেন৷ ২৬ কোটি ৭০ লক্ষ যুব সম্প্রদায়ের কাছে কাজের কোনও প্রশিক্ষণ নেই৷ ফলে, কাজ পেতে সমস্যার মুখে পড়তে চলেছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =