কলকাতা: একযুগ পর রাজ্যে শুরু হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা৷ ২০০৭ সালে শেষ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ হয়েছিল৷ প্রায় একযুগ পর চলতি বছরে ফের তা শুরু হতে চলেছে৷
পাবলিক সার্ভিস কমিশন সূত্রে খবর, ক্লার্কশিপ পরীক্ষা ২০১৯-এর পার্ট-ওয়ান (জেনারেল স্টাডিজ)-এর পরীক্ষা নেওয়া হবে আগামী ২৫ জানুয়ারি৷ পরীক্ষানির্ঘণ্ট ও কাদের কোন ঠিকানায় পরীক্ষাকেন্দ্র নির্দিষ্ট হয়েছে, তার পুরো তালিকা প্রকাশ করেছে কমিশন৷ নিচে দেওয়া লিঙ্কে বিস্তারিত জানা যাবে: https://www.pscwbonline.gov.in/docs/2735301
ক্লার্কশিপ পরীক্ষা ছাড়াও আগামী দিনে একগুচ্ছ নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে পিএসসি৷ এবার দেখেনিন, আগামী দিনে কবে, কোন পরীক্ষা নেবে কমিশন-
ডব্লিউ বি সি এস (ইএক্সই) ইত্যাদি পরীক্ষা, ২০২০ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ ফেব্রুয়ারি৷
ডব্লিউ বি এ অ্যান্ড এ এস ১৯ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ ফেব্রুয়ারি৷
ডব্লিউ বি এ অ্যান্ড এ এস ১৮ মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০ ফেব্রুয়ারি৷ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত৷ ২৩ ফেব্রুয়ারি কোনো পরীক্ষা হবে না৷
মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি),২০১৯ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮মার্চ৷
ওয়ার্ড মাস্টার ইএসআই হাসপাতালের পরীক্ষা নেওয়া হবে ২২ মার্চ৷
অ্যাসিস্ট্যান্ট মেনেজার, খাদ্যদপ্তরের পরীক্ষা হবে ৫ ফেব্রুয়ারি৷
অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার পদে পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি৷
অডিট সার্ভিস মেন ২০১৮ সালের পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি৷
অডিট সার্ভিস ২০১৯ প্রিলি পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি৷
সায়েন্টিফিক অফিসার ফরেনসিক ল্যাবরেটরি পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি৷
রেজিস্ট্রার, উচ্চ শিক্ষা দপ্তরের পরীক্ষা ববে ১৫ মার্চ৷
ফার্মাসিস্ট ইএসআই পরীক্ষা হবে ১৫ মার্চ৷
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নজর রাখুন৷