PSC-র প্রশ্নপত্রে ‘হাউডি মোদি’, BJP সাংসদের নাম! প্রশ্ন ‘ভুলে’ তুঙ্গে বিতর্ক!

PSC-র প্রশ্নপত্রে ‘হাউডি মোদি’, BJP সাংসদের নাম! প্রশ্ন ‘ভুলে’ তুঙ্গে বিতর্ক!

7d0bdfbba934de000c20e1d07caaa311

কলকাতা: ২০০৭ সালের পর এই প্রথম গ্রুপ সি পদে কর্মী নিয়োগের পরীক্ষা নিল পিএসসি৷ এই পদে কে নেবে পরীক্ষা? পাবলিক সার্ভিস কমিশন নাকি স্টাফ সিলেকশন কমিশন? নিয়োগের দায়িত্ব কার? এই নিয়ে প্রশাসনিক মহলে ধোঁয়াশা কাটার পর অবশেষে ক্লার্কশিপ পরীক্ষা নিল পাবলিক সার্ভিস কমিশন৷ প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন৷ কিন্তু, পরীক্ষার শুরুতেই ঘটল বিপত্তি৷ ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্বের প্রশ্নপত্রে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ এমনকি বিকল্প উত্তরেও ক্ষেত্রেও বেশ কিছু ধোঁয়াশা রয়েছে চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে৷ 

ক্লার্কশিপ পরীক্ষার জন্য মোট ১০০টি প্রশ্ন করা হয়৷ তার মধ্যে প্রথম ৪০টি ছিল সাধারণ জ্ঞানের ওপর৷ কিন্তু সেই সাধারণ জ্ঞানের প্রশ্নপত্র দেখা দিয়েছে বিতর্ক৷ প্রশ্নপত্রে বিতর্কিত রাফাল চুক্তি সংক্রান্ত একটি প্রশ্ন করা হয়েছে৷ পরীক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, ডুবোজাহাজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র৷ যদিও রাফাল চুক্তি নিয়ে গোটা দেশজুড়ে কম বিতর্ক হয়নি৷ শেষ পর্যন্ত সুপ্রিমকোর্ট চূড়ান্ত  ক্লিনচিট দিলেও এখনও থামেনি বিতর্ক৷

রাফাল ছাড়াও রয়েছে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারার তুলে নেওয়ার প্রসঙ্গ৷ পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন করা হয়েছে, সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোনও রাজ্যের সাংবিধানিক পদমর্যাদা ক্ষুণ্ন হয়েছে? বিকল্প উত্তর হিসেবে দেওয়া হয়েছে, মনিপুর, জম্মু এবং কাশ্মীর, নাগাল্যান্ড ও সিকিম৷ যদিও জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিষয়টি এই মুহূর্তে জাতীয় রাজনীতির অন্যতম বিতর্কের বিষয়৷ বিতর্ক পৌঁছে গিয়েছে বিশ্বরাজনীতিতেও৷

এরপর রয়েছে একটি অত্যন্ত বিতর্কিত প্রশ্ন৷ সেখানে চাকরিপ্রার্থীদের কাছে নরেন্দ্র মোদির মার্কিন সফরে অনাবাসী ভারতীয়দের জন্য হাউডি মোদি অনুষ্ঠান প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, হাউডি মোদী অনুষ্ঠান যে শহরে হয়েছিল সেটি হল, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, হিউস্টন, ওয়াশিংটন৷ গত ২২ সেপ্টেম্বর হিউস্টন শহরের অনাবাসী ভারতীয়দের নিয়ে একটি রাজনৈতিক সভা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কার্যত নির্বাচনী প্রচার করেন৷ মার্কিন প্রেসিডেন্টকে পাশে দাঁড় করিয়ে প্রকাশ্য জনসভা মঞ্চ থেকেই মোদর মুখে বলতে শোনা যায়, ‘অব কী বার, ট্রাম্প সরকার’৷ এই নিয়ে দুই দেশের রাজনীতিতে কম বিতর্ক হয়নি৷ আর সেই বিতর্কিত জনসভা এবার উঠে এসেছে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্রে৷ 

35ea52267d8297238dbf681fe3a0e641

এর পর আশ্চর্যজনকভাবে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্রে বিকল্প উত্তরের তালিকায় উঠে এসেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্তের নাম৷ একটি প্রশ্নে চাকরিপ্রার্থীদের কাছ থেকে জানতে চাওয়া হয়, ২০১৯ সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার কে পেয়েছিলেন? বিকল্প উত্তর হিসেবে প্রথমেই বিজেপির সংসদ স্বপন দাসগুপ্তের নাম উল্লেখ করা হয়েছে৷ শুধু তিনি একাই নন, বিকল্প উত্তরের তালিকায় ছিলেন রিপাবলিক টিভি প্রধান অর্ণব গোস্বামী নাম৷ 

এছাড়াও লোকসভা নির্বাচনের আগে গোটা দেশ কাঁপানো সেই বালাকোট নিয়েও এসেছে প্রশ্ন৷ এছাড়াও পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে? সেই সংক্রান্ত প্রশ্নের বিকল্প উত্তরের ক্ষেত্রেও রয়েছে ধোঁয়াশা৷ রাজ্যে বর্তমান ২৩টি জেলা হিসাবে মান্যতা দেওয়া হলেও বিকল্প উত্তর ২৩ সংখ্যাটি উল্লেখ করা হয়নি৷ বিকল্প উত্তরে বলা হয়েছে, ২১, ১৯, ২৪, ২২৷ এক্ষেত্রে সঠিক বিকল্প খুঁজতে গিয়ে বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

চাকরির পরীক্ষায় রাজনৈতিক প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক৷ প্রশ্নপত্র প্রকাশ্যে আসার পর পিএসসি দুর্নীতি মঞ্চের তরফে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, তাঁরা প্রশ্নপত্রের বিরোধিতা করছেন না৷ তবে, প্রশ্নপত্রের রাজনৈতিক প্রশ্ন না হলেই ভালো হত বলেও জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *