nia
নয়াদিল্লি: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা ইস্যু নিয়ে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক খারাপ হয়েছে। কারণ তারা দাবি করেছে, এই ঘটনায় ভারতের হাত আছে। এই আবহে অন্য এক খলিস্তানপন্থী গ্যাংস্টারের হত্যার ঘটনা যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। গোটা ইস্যুতে ক্ষুব্ধ ভারত কানাডার নাগরিকের জন্য ভিসা বাতিলের সিদ্ধান্তও নিয়েছে। তবে এবার যে তথ্য সামনে এল তাতে খলিস্তানী জঙ্গিদের ঘুম উড়বে। কারণ তাদের সরাসরি ‘হাতে না মেরে ভাতে মারার’ পন্থা নিয়েছে নয়াদিল্লি।
১৯ জন খলিস্তানি জঙ্গির তালিকা তৈরি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গিয়েছে, এই সব জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু হবে। সম্প্রতি শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুনের পাঞ্জাবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র। তার মতোই বাকিদের সম্পত্তির হিসেব চালানো শুরু হয়েছে, আগামী দিনে সেগুলিও বাজেয়াপ্ত করা হবে। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ব্রিটেন, আমেরিকা, কানাডা, দুবাই এমনকি পাকিস্তান থেকে এই জঙ্গিরা ভারত-বিরোধী কাজকর্ম চালাচ্ছে। ইউএপিএ আইন প্রয়োগ করেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চাইছে ভারত সরকার।
আসলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্পষ্ট দাবি, ভারত নাকি কানাডায় চর ঢুকিয়ে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা করেছে। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয়ভাবে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টের সম্ভাব্য যোগের অভিযোগের তদন্ত করছে। কানাডার প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে ঝড় তুলেছে।