চুক্তিভিত্তিক ২ হাজার পদে শিক্ষক নিয়োগের অনুমোদন রাজ্যের

চুক্তিভিত্তিক ২ হাজার পদে শিক্ষক নিয়োগের অনুমোদন রাজ্যের

a1fa7c70f04ffd0da5b3778c849a47ae

কলকাতা: লাগামছাড়া দুর্নীতি ও একগুচ্ছ মামলার জেরে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কবে পরীক্ষা নেওয়া হবে? কত শূন্যপদে নিয়োগ হবে? তা এখনও জানাতে পারেনি রাজ্য৷ বাংলার শিক্ষক নিয়োগের এই পরিস্থিতির মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে স্কুলে কম্পিউটার শেখাতে চুক্তিভিত্তিক ২ হাজার পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য৷

জানা গিয়েছে, রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পিউটার শেখানোর জন্য চুক্তির ভিত্তিতে অন্ততপক্ষে ২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ শিক্ষা দপ্তরের এই সংক্রান্ত প্রস্তাব খতিয়ে দেখবে৷ কীভাবে ওই পদে নিয়োগ হবে? বেতন কত হবে? নির্দিষ্ট করবে শিক্ষা দপ্তর৷

দুই হাজার শিক্ষককে কোন বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগ করা হবে কি না তা নিয়েও চলছে জল্পনা৷ নাকি রাজ্য সরকারের চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে অন্ততপক্ষে ৫০০ টি স্কুলে কম্পিউটার পড়ানোর জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়৷ ২০০০ সালে এই প্রকল্পটি প্রথম চালু করা হয়৷ যার মেয়াদ শেষ হয় ২০১২ সালের৷ কিন্তু সরকারি ভাবে নিয়োগ দাবিতে বিভিন্ন সময় আন্দোলনে নামেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ পরে তাঁদের কাজে বহাল রাখা হয়৷ 

জানা গিয়েছে, সেই সমস্যার কথা মাথায় রেখে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে৷ রাজ্যের নবম-দশমেও তা চালু করার বিষয়টিও ভাবনা চিন্তা করা হচ্ছে৷এবার উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষার জন্য নিয়োগ চালু করতে চলেছে রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *