শিক্ষক বদলি নীতিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘ফাঁকা আওয়াজ’ বলছে শিক্ষামহল!

শিক্ষক বদলি নীতিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘ফাঁকা আওয়াজ’ বলছে শিক্ষামহল!

a5a234b0449a1485158945760e15ccc3

কলকাতা: এক বছরেরও বেশি সময় বন্ধ শিক্ষকদের পারস্পরিক বদলি৷ আবেদন নেওয়া হলেও তা কার্যকর হয়নি৷ সাধারণ বদলি বন্ধ ২০১৫ থেকে৷ আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায়৷ কিন্তু, সেই সমস্যার সুরাহা করতে স্কুল সার্ভিস কমিশনের তরফে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলির জন্য কাউন্সেলিং করা হলেও এখনও নতুন স্কুলে যোগ দেওয়ার বিষয়ে ছাড়পত্র পাননি অন্তত ৬০০ শিক্ষক৷ এই নিয়ে শিক্ষক মহলে বাড়তে থাকা অসন্তোষ মেটাতে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর৷

আজ দুপুরে টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আমরা আমাদের শিক্ষক ও আমাদের ছাত্রদের জন্য গর্বিত৷ শিক্ষকরা হলেন প্রধান অভিভাবক৷ আমাদের আগামীকালকে সত্যিকারের নেতা হওয়ার জন্য আমাদের ছাত্রদের লালন-পালনের মাধ্যমে সমাজ এবং জাতি গঠনে তাঁদের বিশাল অবদান রয়েছে৷’’ দ্বিতীয় টুইটে শিক্ষক বদলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘সরস্বতী পুজার প্রাক্কালে, আমাদের সকল শিক্ষদের প্রতি কৃতজ্ঞতা৷ আমরা শিক্ষকদের নিজের জেলায় পোস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি৷’’ মুখ্যমন্ত্রী তাঁর তৃতীয় টুইটে লেখেন, ‘‘এই ঐতিহাসিক সিদ্ধান্তটি তাঁদের নিজের পরিবারের প্রতি যত্নবান হতে পারবেন৷ সমাজ গঠনের কাজে অবদান রাখার জন্য বেশি সময় দিতে পারবেন৷ শান্ত ও মনোযোগ নিয়ে কাজ করতে সহায়তা করবে এই সিদ্ধান্ত৷ সকলকে আমার শুভেচ্ছা!’’