৩১ জানুয়ারি ছুটি বাতিলের ঘোষণা রাজ্যের, বাড়তি ছুটিতে নয়া বিড়ম্বনা

৩১ জানুয়ারি ছুটি বাতিলের ঘোষণা রাজ্যের, বাড়তি ছুটিতে নয়া বিড়ম্বনা

dc6c19c0521064ebfa18783a2fc90fb2

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের টানা ৩দিনের ছুটি দিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় রাজ্য৷ টানা ৩ দিনের ছুটি দেওয়ায় বেতন পেতে দেরি হওয়ার আশঙ্কা৷ আর সেই আশঙ্কায় এবার ৩১ জানুয়ারি ছুটি বাতিলের নির্দেশ রাজ্যের৷ 

টানা ছুটির কারণে নতুন বছরের প্রথম মাসের বর্ধিত বেতন পেতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে আগামী ৩১ জানুয়ারি রাজ্যের সমস্ত ট্রেজারির কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে রাজ্য৷ ওই দিন শুধুমাত্র ট্রেজারির কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ বাকি কর্মচারীরা যথারীতি ছুটি কাটাতে পারবেন৷ 

বকেয়া মহার্ঘ ভাতা না মিললেও চলতি মাস থেকে কার্যকর হয়েছে ষষ্ট বেতন কমিশন৷ পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বছরের প্রথম মাসে বর্ধিত হারে বেতন পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা৷ বর্ধিত বেতন পাওয়ার ঠিক আগের সপ্তাহে টানা ৫ দিনের ছুটির আমেজে রাজ্যের কর্মচারীদের বড় অংশ৷ 

এবার সরস্বতী পুজোয় অতিরিক্ত ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার৷ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সরস্বতী পুজোয় আগাম দু’দিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য৷ এবার তার সঙ্গে যুক্ত হল আরও একটি অতিরিক্ত ছুটি৷ ২৯ জানুয়ারি বুধবার অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে৷ ফলে, বুধবার থেকে টানা রবিবার পর্যন্ত ৫ দিন  ছুটি উপভোগ করতে পারবেন রাজ্যের সরকারি কর্মীদের বড় অংশ৷ কিন্তু, ২৯ জানুয়ারি বুধবার অতিরিক্ত ছুটি কেন? 

জানা গিয়েছে, পঞ্জিকা (গুপ্ত প্রেস) মতে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে ২৯ জানুয়ারি অর্থাৎ বুধবার সকাল থেকেই, তিথি শেষ হচ্ছে ৩০  জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ১০টা ৪৬ মিনিটে (বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ১টা ২০মিনিট)। এদিকে নির্ঘণ্ট অনুযায়ী বুধবার দিন ছুটির উল্লেখ না থাকায় স্কুল ও দপ্তরে পুজো করা নিয়ে সমস্যা তৈরি হয়৷ নির্ঘণ্ট মেনে ২৯ জানুয়ারি পুজোর আয়োজন করাও উদ্যোগ নেওয়া হয়৷ পরে এই জটিলতা সমাধান করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *