শিক্ষক বদলি নিয়ে চূড়ান্ত হয়রানি, মাথায় হাত অনার্স গ্র্যাজুয়েটদের

শিক্ষক বদলি নিয়ে চূড়ান্ত হয়রানি, মাথায় হাত অনার্স গ্র্যাজুয়েটদের

3335b1fa2bf6f757c79338d4ceeba58e

কলকাতা:  কর্মক্ষেত্রে শিক্ষকদের একাধিক সমস্যার কম-বেশি সমাধান হলেও কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে৷ এক্ষেত্রে রাজ্যের অনার্স গ্র্যাজুয়েট শিক্ষকরা পড়েছেন মহা সমস্যায়৷ কারণ কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই-র নির্দেশে অনার্স গ্র্যাজুয়েট বলে আর কোনও শিক্ষক পদ নেই৷ পাশ, অনার্স সবাই শুধুমাত্র গ্র্যাজুয়েট শিক্ষক হিসেবেই গণ্য হয়৷ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকরাই সুযোগ পাবেন৷ এর ফলে কর্মরত অনার্স গ্র্যাজুয়েট শিক্ষকদের  বদলির সুযোগ পেতে হিমশিম খেতে হচ্ছে৷

স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী সারা রাজ্যে অন্তত কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা এই ক্যাটাগরিতে নিযুক্ত রয়েছেন৷ বর্তমানে আপার প্রাইমারি, মাধ্যমিক (নবম-দশম) এবং উচ্চমাধ্যমিক স্তরের জন্য পাস গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ক্যাটাগরির শিক্ষক নিয়োগের নিয়ম চালু হয়েছে৷ ফলে এখন আর নতুন করে অনার্স ক্যাটাগরির শিক্ষক নিয়োগ হচ্ছে না৷ সেক্ষেত্রে এই শিক্ষক-শিক্ষিকারা অন্যান্য স্কুলে বদলি হতে চাইছেন৷ ইতিমধ্যে বেশকিছু শিক্ষক-শিক্ষিকা স্পেশাল গ্রাউন্ডে বদলির জন্য হাতে অর্ডার কপিও পেয়ে গিয়েছেন কিন্তু শিক্ষা দপ্তর থেকে তাঁদের জন্য কোন স্কুল বরাদ্দ করা হচ্ছে না৷ শিক্ষা দপ্তর জানিয়েছে যে, বর্তমানে কোনো শিক্ষক পদ অনার্স পোস্ট হিসাবে নেই৷ তাই তাঁদের বদলির জন্য কোন স্কুল দেওয়া সম্ভব নয়৷ ফলে বহু শিক্ষক-শিক্ষিকা বিপাকে পড়েছেন৷

পাশ গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট শিক্ষকরা বদলির ক্ষেত্রে এই সুযোগ পেলেও অনার্স ক্যাটাগরির শিক্ষকরা সেই সুযোগ থেকে বঞ্চিত৷  সেক্ষেত্রে শিক্ষকরা ভবিষ্যতে কোনদিন ট্রান্সারের সুযোগ পাবেন না বলেই  আশঙ্কা প্রকাশ করেছেন৷ শিক্ষক শিক্ষাকর্মী অনুরাগী মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারীর মতে,  এই সমস্যার সমাধানে অনার্স ক্যাটাগরির সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের পোস্ট গ্রাজুয়েট স্তরে উন্নীত করে সমস্যাটির সমাধান করা হোক৷ পোস্টগ্রাজুয়েট নন এমন শিক্ষকদের পোস্ট গ্রাজুয়েট করার অনুমতি দেওয়া হোক৷ আর পোস্ট গ্রাজুয়েট  অথচ অনার্স পোস্টে রয়েছেন এমন শিক্ষকদের পোস্টগ্রাজুয়েট স্তরে উন্নীত করার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে৷ পাশাপাশি নতুন নিয়ম  কার্যকর করতে হযলে ২০১৬ সালের আগে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে তা কার্যকর না করে নব নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে কার্যকর করা হোক৷ না হলে শিক্ষকদের নিজেদের জেলায় বদলির জন্য সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে তার কোনোভাবেই এই শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে কার্যকর করা সম্ভব হবে না৷
শিক্ষা দপ্তর থেকে নতুন নির্দেশিকা জারির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *