বুঝেশুনে পদক্ষেপ, ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে হটকারিতা চাইছে না কমিশন

বুঝেশুনে পদক্ষেপ, ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে হটকারিতা চাইছে না কমিশন

final report

নয়াদিল্লি: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে কেন্দ্রের পরিকল্পনা বহু দিনের। তবে কয়েকদিন আগে পর্যন্ত যে তৎপরতা দেখা যাচ্ছিল না, শেষ কয়েক সপ্তাহে সেই তৎপরতা চোখে পড়েছে। ইতিমধ্যেই আইন কমিশন এই কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটিও গঠিত হয়েছে, যার প্রথম বৈঠকও সম্পন্ন। কিন্তু তাও এই বিষয়টি এত সহজে চূড়ান্ত হওয়ার নয়। কেন, তার ব্যাখ্যা দিয়েছে আইন কমিশন। 

সংবিধানের বেশ কয়েকটি ধারা পরিবর্তনের প্রয়োজন তো আছেই, এছাড়া ‘এক দেশ, এক নির্বাচন’ লাগু করার আগে একাধিক বৈঠক ও আলোচনার প্রয়োজন, এমনটাই মনে করেছে আইন কমিশন। সেই কারণে এখনই এই নিয়ে চূড়ান্ত রিপোর্ট তারা দিতে পারেনি। জানা গিয়েছে, বুধবার চূড়ান্ত রিপোর্ট তৈরি করে তাতে তাদের সুপারিশ কী তা উল্লেখ করার কথা ছিল আইন কমিশনের। কিন্তু সেই রিপোর্ট দেওয়া হয়নি, সেটা ছাড়াই আলোচনা হয়েছে বিষয় নিয়ে। সূত্রের খবর, ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না তারা, সময় নিয়েই কমিশন তাদের মত জানাতে চাইছে। অনুমান করা হচ্ছে, আগামী সপ্তাহে বা আগামী মাসের মধ্যেই এই নিয়ে রিপোর্ট জমা দেবে কমিশন। 

কিন্তু এই ‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনাটি বাস্তবায়িত হলে লাভ কী হবে? কেন্দ্রীয় সরকারের এই নীতি নিয়ে সর্বস্তরে আলোচনা চলছে। আদতে এটা সম্ভব কিনা সে নিয়েও অনেক প্রশ্ন। ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ’-এর প্রধান তথা নির্বাচন ও নির্বাচনী খরচ সংক্রান্ত বিখ্যাত এক সমীক্ষক-লেখক দাবি করেছেন, এই প্রস্তাব কার্যকর করতে গেলে প্রায় দশ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে। আর আসন্ন লোকসভা নির্বাচনে আনুমানিক ১.২০ লক্ষ কোটি টাকা খরচ হতে চলেছে। সেই প্রেক্ষিতে বলা যায়, বিষয়টি অত্যন্ত জটিল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =