ঠিক কোন কোন ক্ষেত্রে মিলবে আয়কর ছাড়? দেখুন নয়া আয়কর কাঠামো

ঠিক কোন কোন ক্ষেত্রে মিলবে আয়কর ছাড়? দেখুন নয়া আয়কর কাঠামো

নয়াদিল্লি: সংসদে পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট৷ মোদি সরকারে দ্বিতীয় দফার সরকারের প্রথম পুর্নাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ প্রতি বছরের মতো এ বছরেও আসন্ন বাজেট নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয় বিপুল প্রত্যাশা৷ সেই প্রত্যাশা মেটাতে পারলেন নির্মলা? একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট ঝুলি হাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অর্থবাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের৷ গতবারের মতো এবারও অর্থমন্ত্রী তাঁর বাজেট নথি লালসালুতে মোড়া খাতা খোলেন৷ লালসালুতে মোড়া বাজেট ঝুলি খুলে সংসদের একের পর এক বার্তা অর্থমন্ত্রীর নির্মলা৷ এবারের এক নজরে দেখে নিন, নয়া আয়কর কাঠামো প্রকাশ করে ঠিক কী কী সুবিধা ছিনিয়ে নিল কেন্দ্র? 

আজ বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না৷ ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর দিতে হবে৷ ৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে৷ বার্ষিক ১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ কর দিতে হবে৷ ১২.৫ থেকে ১৫ লক্ষ বার্ষিক আয়ে ২৫ শতাংশ কর দিতে হবে৷ ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে৷ যদি কোনও করদাতা পুরানো হারে কর দিতে চান, তাও তিনি দিতে পারেন৷ আয়করে ১০০ ক্ষেত্রে বিশেষ ছাড় এত দিন পাওয়া যেত৷ এবারের বাজেটে ১০০টির মধ্যে ৭০টি সুবিধা ছিনিয়ে নেওয়া হয়েছে৷ 

নতুন বাজেটে আয়কর প্রদানের ক্ষেত্রে করদাতা ৮০ সি ধারা অনুসারে পিএফ, এনপিএস, জীবনবিমার কিস্তি দেওয়ার ক্ষেত্রে আয়করে কোনও রকম ছাড় পাবেন না৷ ৮০ ডি ধারা অনুযায়ী চিকিৎসা বিমার কিস্তি প্রদানের ক্ষেত্রেও করদাতাদের আয়কর ছাড়ের কোনও সুযোগ মিলবে না৷ নতুন করকাঠামো ও করকাঠামোয় আপাত দৃষ্টিতে কোনও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে না পড়েনি৷  আগের করকাঠামোয় বিভিন্ন সুযোগ পেতেন করদারাতা৷ যেমন চার বছরে দু’বার ভ্রমণের জন্য বিশেষ ছাড়া পেতেন তাঁরা৷ চাকরিজীবীদের ক্ষেত্রে বাড়ি ভাড়া হিসেবে বেতনে যে অংশ বরাদ্দ থাকে তার উর্দ্ধসীমা বৃদ্ধি পাবে না৷ মিলবে কোনও ছাড়৷ ৮০ ডিডি, এবং ৮০ ডিডিবি ধারায় যে সব সুবিধাগুলি ছিল, নতুন করকাঠামোয় সেই সুযোগগুলি পারবেন না করদাতা৷ 

তবে, ইপিএফও, এনপিএস, অবসরকালীন তহবিল, ছুটি বিক্রি বাবদ উপার্জনে নতুন আয়কর কাঠামোয় ছাড় মিলবে৷ একই সঙ্গে স্বেচ্ছাবসর ভাতার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে৷ বার্ষিক শিক্ষার খরচ বাবদ মিলবে আয়কর ছাড়া৷ গ্রাচুইটি ক্ষেত্রেও পাওয়া যাবে আয়কর ছাড়ের সুযোগ৷ গৃহঋণ, বাড়ি ভাড়া, শিক্ষা ঋণ, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কোনও ছাড় মিলবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =